নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

২০২৪ – এর সাধারণ নির্বাচনের প্রথম দফায় ৬৬.১৪ শতাংশ এবং দ্বিতীয় দফায় ৬৬.৭১ শতাংশ ভোট পড়েছে

प्रविष्टि तिथि: 30 APR 2024 8:01PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ এপ্রিল, ২০২৪

 

২০২৪ – এর সাধারণ নির্বাচনের প্রথম দফায় ১০২টি লোকসভা আসনে ভোট পড়েছে ৬৬.১৪ শতাংশ। দ্বিতীয় দফায় ৮৮টি লোকসভা আসনে ৬৬.৭১ শতাংশ ভোট পড়েছে।

লিঙ্গ-ভিত্তিক ভোটদানের হার নীচে দেওয়া হ’ল:

ভোট পর্ব

পুরুষ ভোটদাতা

মহিলা ভোটদাতা

তৃতীয় লিঙ্গের ভোটদাতা

সামগ্রিক ভোটদানের হার

 

প্রথম দফা

৬৬.২২ শতাংশ

৬৬.০৭ শতাংশ

৩১.৩২ শতাংশ

৬৬.১৪ শতাংশ

 

দ্বিতীয় দফা

৬৬.৯৯ শতাংশ

৬৬.৪২ শতাংশ

২৩.৮৬ শতাংশ

৬৬.৭১ শতাংশ

 

 

প্রথম দফায় পশ্চিমবঙ্গের ৩টি লোকসভা আসনে ভোট পড়েছে ৮১.৯১ শতাংশ। এর মধ্যে পুরুষ ভোটদাতার হার ৮১.২৫ শতাংশ এবং মহিলাদের ভোটদানের হার ৮২.৫৯ শতাংশ। পশ্চিমবঙ্গে প্রথম দফায় আলিপুরদুয়ারে ৭৯.৭৬, কোচবিহারে ৮২.১৬ এবং জলপাইগুড়িতে ৮৩.৬৬ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের ৩টি আসনে ভোট পড়েছে ৭৬.৫৮ শতাংশ। এর মধ্যে বালুরঘাটে ৭৯.০৯, দার্জিলিং – এ ৭৪.৭৬ এবং রায়গঞ্জে ৭৬.১৮ শতাংশ ভোট পড়েছে।

 

PG/MP /SB


(रिलीज़ आईडी: 2019282) आगंतुक पटल : 258
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , Marathi , Malayalam , Odia , English , Urdu , हिन्दी , Hindi_MP , Manipuri , Gujarati , Tamil , Telugu