কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

যে সমস্ত ব্যাঙ্কের মাধ্যমে পেনশন দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে, তাদের নিজস্ব পেনশন পোর্টালগুলিকে যুক্ত করা হবে কেন্দ্রীয় পেনশন ও পেনশনার কল্যাণ দপ্তরের মূল পোর্টালটির সঙ্গে

পেনশনারদের জীবনযাপনকে আরও সহজ করে তুলতেই এই ব্যবস্থা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের সচিব শ্রী ভি শ্রীনিবাস

Posted On: 27 APR 2024 3:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ এপ্রিল, ২০২৪

 

যে সমস্ত ব্যাঙ্ক থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে, সেই সমস্ত ব্যাঙ্কের পেনশন পোর্টালগুলিকে কেন্দ্রীয় পেনশন ও পেনশনার কল্যাণ দপ্তরের নির্দিষ্ট পোর্টালটিতে যুক্ত করা হবে। পেনশনভোগী নাগরিকদের জীবনযাত্রাকে আরও সহজ ও স্বচ্ছন্দ করে তুলতে এই ব্যবস্থা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের সচিব শ্রী ভি শ্রীনিবাস। তিনি গতকাল ‘ইন্টিগ্রেটেড পেনশনার্স পোর্টাল অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’-র একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। প্রসঙ্গত তিনি জানান যে পেনশনারদের কল্যাণে তাঁর দপ্তর বেশ কিছু উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করেছে। ব্যবস্থাগুলির অন্যতম হল পেনশনারদের ডিজিটাল উপায়ে ক্ষমতায়ন। ডিজিটাল লাইফ সার্টিফিকেট এবং ‘ভবিষ্য’ পোর্টাল সহ কিছু কিছু ব্যবস্থার মাধ্যমে এর সূচনা করা হয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং কানাড়া ব্যাঙ্কের পেনশন পোর্টালগুলি ‘ভবিষ্য’ পোর্টালের সঙ্গে যুক্ত করার কাজ সম্পূর্ণ হয়েছে। এর ফলে, পেনশন স্লিপ, লাইফ সার্টিফিকেট সম্পর্কিত সর্বশেষ তথ্য, ফর্ম-১৬ ইত্যাদি সংগ্রহের কাজ পেনশনারদের পক্ষে আরও সহজ হয়ে উঠবে। 

PG/SKD/DM



(Release ID: 2019023) Visitor Counter : 69