নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

এবারের সাধারণ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ১৩টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণ উপায়েই সম্পন্ন হল

এর ফলে মোট ১৪টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটগ্রহণ সম্পূর্ণ হল বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে

प्रविष्टि तिथि: 26 APR 2024 9:37PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ এপ্রিল, ২০২৪

 

২০২৪-এর সাধারণ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ সকাল ৭টায়। সন্ধ্যা ৭টা পর্যন্ত ৮৮টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের উপস্থিতির হার লক্ষ্য করা গেছে ৬০.৯৬ শতাংশ। এই পর্যায়ে ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটাররা উৎসাহ-উদ্দীপনার সঙ্গেই ভোটগ্রহণ কেন্দ্রে উপস্থিত থেকে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে এসেছেন। গ্রীষ্মের প্রচন্ড তাপ উপেক্ষা করে, নব-বিবাহিত দম্পতি থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের অনেকেই ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ধৈর্য্যের সঙ্গে অপেক্ষা করে ছিলেন। দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এবারের সাধারণ নির্বাচনে মোট ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটগ্রহণ পর্ব সম্পূর্ণ হল। 

সংশ্লিষ্ট সবক’টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই ভোটগ্রহণ পর্ব চলে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে। মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার এবং অন্য দুই নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার ও শ্রী সুখবীর সিং সান্ধুর নেতৃত্বে কমিশন ভোটগ্রহণ প্রক্রিয়ার ওপর নিরন্তর নজরদারি অব্যাহত রাখে। ভোটগ্রহণকে শান্তিপূর্ণ করে তুলতে নিরাপত্তা ব্যবস্থার কোন ত্রুটি রাখা হয়নি। ১ লক্ষ ভোটগ্রহণ কেন্দ্রে ওয়েবকাস্টিং-এর ব্যবস্থা করা হয়।

বিহারের বাঁকা, নাগেপুরা, খাগারিয়া এবং মুঙ্গের নির্বাচন কেন্দ্রের অনেকগুলি ভোটগ্রহণ কেন্দ্রেই ভোটগ্রহণের সময় বাড়িয়ে দেওয়া হয়। গ্রীষ্মের প্রচন্ড তাপপ্রবাহজনিত পরিস্থিতির কারণেই নির্বাচন কমিশন এই ব্যবস্থা চালু রাখে। ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে শামিয়ানা, পর্যাপ্ত পানীয় জল, চিকিৎসার সাজ-সরঞ্জাম, পাখা ইত্যাদিরও ব্যবস্থা রাখা হয়েছিল। 

প্রসঙ্গত উল্লেখ্য, আদিবাসী গোষ্ঠীগুলির সকল বয়সী ভোটদাতা বিশেষ উৎসাহের সঙ্গেই ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে তাঁদের নাগরিক অধিকার প্রয়োগ করেন। 

ত্রিপুরার ধলাই বিধানসভা এলাকার একটি প্রত্যন্ত অঞ্চল, রাইমা ভ্যালির ভোটাররা নৌকায় চেপে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে উপস্থিত হন তাঁদের ভোটাধিকার প্রয়োগের জন্য। 


PG/SKD/DM


(रिलीज़ आईडी: 2019022) आगंतुक पटल : 149
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Malayalam