রেলমন্ত্রক

২০২৪-এর গ্রীষ্মকালে অতিরিক্ত রেকর্ড সংখ্যক ট্রেন ভারতীয় রেলের

যাত্রীদের ভিড় সামাল দিতে এ বছর গরমকালে ৯,১১১টি ট্রিপের ব্যবস্থা

Posted On: 19 APR 2024 10:41AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ এপ্রিল, ২০২৪

 

যাত্রীদের সুবিধার্থে এবং বাড়তি ভিড় সামাল দিতে এ বছর গ্রীষ্মকালে অতিরিক্ত রেকর্ড সংখ্যক ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এ বছর গরমকালে ৯,১১১টি ট্রিপের ব্যবস্থা করা হয়েছে। 

গত বছর ট্রিপের সংখ্যা ছিল ৬,৩৬৯টি। এ বছর আরও ২,৭৪২টি অতিরিক্ত ট্রিপের ব্যবস্থা করা হয়েছে। বিপুল সংখ্যক যাত্রীর  চাহিদা মেটাতেই ভারতীয় রেলের এই উদ্যোগ।

তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং দিল্লির বাসিন্দাদের গ্রীষ্মকালীন পর্যটনের সুবিধার্থে দেশ জুড়ে রেলের সমস্ত অঞ্চলে এই বাড়তি ট্রিপের চাপ সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

রেল মন্ত্রক সূত্রে দেওয়া তথ্য অনুযায়ী, এবার মধ্য রেলে ৪৮৮টি, পূর্ব রেলে ২৫৪টি, পূর্ব-মধ্য রেলে ১০০৩টি, উত্তর রেলে ৭৭৮টি, উত্তর-পশ্চিম রেলে ১,৬২৩টি, দক্ষিণ-মধ্য রেলে ১,০১২টি, পশ্চিমাঞ্চলীয় রেলে ১,৮৭৮টি ট্রিপের ব্যবস্থা করা হয়েছে। 

    


PG/MP/NS



(Release ID: 2018284) Visitor Counter : 41