আইনওবিচারমন্ত্রক

আইন ও বিচার মন্ত্রকের উদ্যোগে আগামী দিনে ফৌজদারি বিচার ব্যবস্থাপনায় ভারতের প্রগতিশীল ভাবনা সংক্রান্ত একটি সম্মেলন

Posted On: 19 APR 2024 11:10AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ এপ্রিল, ২০২৪ 

 

দেশে ফৌজদারি বিচার প্রক্রিয়ায় আমূল সংস্কার আনতে ঔপনিবেশিক সময়কালের আইনগুলিকে প্রত্যাহার করে নাগরিক-কেন্দ্রিক আইন কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের প্রাণবন্ত গণতন্ত্রের চাহিদা পূরণ করবে। আগামী পয়লা জুলাই থেকে ফৌজদারি বিধির পুরনো আইনগুলিকে বাতিল করে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩; ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, ২০২৩ কার্যকর করা হবে। যে আইনগুলিকে বাতিল করা হবে, সেগুলি হ’ল – ইন্ডিয়ান পেনাল কোড, ১৮৬০, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ১৯৭৩ এবং দ্য ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ১৮৭২। 
আইন ও বিচার মন্ত্রকের উদ্যোগে আগামী দিনে ফৌজদারি বিচার ব্যবস্থাপনায় ভারতের প্রগতিশীল ভাবনার বিষয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে আইন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন আইনগুলির বিষয়ে সম্যক ধারণা প্রদান করা হবে। এই সম্মেলন ২০ এপ্রিল নতুন দিল্লির জনপথে ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সম্মেলনে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আইন ও বিচার মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল, অ্যাটর্নি জেনারেল শ্রী আর ভেঙ্কটরমনি, সলিসিটর জেনারেল শ্রী তুষার মেহতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব শ্রী অজয় কুমার ভাল্লা সহ বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত থাকবেন। 
সম্মেলনে প্রশ্নোত্তর পর্ব এবং অন্যান্য ব্যবস্থাপনার মাধ্যমে নতুন তিনটি ফৌজদারি আইন নিয়ে মতবিনিময় করা হবে। এখানে বিভিন্ন আদালতের বিচারপতি, আইনজীবী, শিক্ষাবিদ, নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিরা, পুলিশ আধিকারিক, জেলাস্তরের প্রশাসনিক আধিকারিক এবং আইনের ছাত্রছাত্রীরা উপস্থিত থাকবেন। 
সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে তিনটি ফৌজদারি আইন সম্পর্কে সার্বিকভাবে অবহিত করা হবে। এছাড়াও, তিনটি পৃথক অধিবেশন এবং সমাপ্তি অধিবেশনেও আইনগুলি নিয়ে মতবিনিময় করা হবে। 

PG/CB /SB…



(Release ID: 2018278) Visitor Counter : 68