প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী খাম্বাত উপসাগরে একটি মাছ ধরার নৌকা থেকে গুরুতর আহত নাবিককে উদ্ধার করেছে
Posted On:
04 APR 2024 12:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ এপ্রিল, ২০২৪
ভারতীয় উপকূলরক্ষী স্টেশন পিপাভাব ৩ এপ্রিল ২০২৪-এ খাম্বাত উপসাগরের উপকূল থেকে ৫০ কিলোমিটার দূরে পুষ্কররাজ নামে একটি ভারতীয় মাছ ধরার নৌকা থেকে ৩৭ বছর বয়সী একজন গুরুতর আহত রোগীকে উদ্ধার করেছে। বিশেষ সূত্রে খবর পেয়ে মেরিটাইম রেসকিউ সাব সেন্টার পিপাভাব আইসিজি উদ্ধারকারী নৌকা সি৪০৯-কে সেখানে পাঠিয়ে দেয়।
উদ্ধারকারী নৌকাটি ঘটনাস্থলে পৌঁছাবার পর আইএফবি-র সঙ্গে সংযোগ স্থাপন করে এবং জানায় যে ওই মৎস্যজীবীর বাঁ পায়ের হাড় ভেঙেছে এবং তার গোড়ালি খুলে গেছে। উদ্ধারকারী নৌকাটি নিরাপদেই ওই মৎস্যজীবীকে উদ্ধার করে। তাকে প্রাথমিক চিকিৎসা করে আইসিজি-র চিকিৎসক দল। পরে শারীরিক অবস্থা স্থিতিশীল হলে আরও চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় সরকারি হাসপাতালে।
PG/AP/NS…
(Release ID: 2017165)
Visitor Counter : 77