কেন্দ্রীয়লোকসেবাআয়োগ

৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমী এবং নাভাল অ্যাকাডেমীর দ্বিতীয় পর্বের পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে ইউপিএসসি

Posted On: 03 APR 2024 12:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ এপ্রিল, ২০২৪ 

 

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমীর ১৫২তম পাঠক্রম এবং নাভাল অ্যাকাডেমীর ১১৪তম পাঠক্রমের জন্য ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর যে পরীক্ষা নিয়েছিল, সেই পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে ইন্টারভিউ হয়। সেনাবাহিনী, নৌ-বাহিনী এবং বিমান বাহিনীর জন্য চূড়ান্ত পর্বে ৬৯৯ জন সফল প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট  www.joinindianarmy.nic.in www.joinindiannavy.gov.in এবং http://www.careerindianairforce.cdac.inথেকে এই পাঠক্রমগুলির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
ঘোষিত ফলাফলের সময় অবশ্য ডাক্তারি পরীক্ষার ফলাফল বিবেচনা করা হয়নি। সফল প্রার্থীদের অ্যাডিশনাল ডিরেক্টরেট জেনারেল অফ রিক্রুটিং, জেনারেল ব্রাঞ্চের সন্নিকটে, ইন্টিগ্রেটেড হেড কোয়াটার্স, মিনিস্ট্রি অফ ডিফেন্স (আর্মি), ওয়েস্ট ব্লক নম্বর-৩, উইন-১, আর কে পুরম, নতুন দিল্লি – ১১০০৬৬ – তে সরাসরি তাঁদের জন্ম শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র নিয়ে যোগাযোগ করতে হবে। ইউপিএসসি-র সঙ্গে যোগাযোগের কোনও প্রয়োজন নেই। যদি কারও ঠিকানা পরিবর্তন করতে হয়, তা হলে তাঁকে উপরের ঠিকানায় যোগাযোগ করতে হবে।  
ইউপিএসসি-র ওয়েবসাইট  https://www.upsc.gov.inথেকেও ফলাফল জানতে পারবেন। সফল প্রার্থীদের নম্বর এই ওয়েবসাইটে ফলাফল ঘোষণার ১৫ দিন পর দেওয়া হবে। 
এই বিষয়ে কোনও তথ্য জানতে হলে কমিশনের ‘সি’ গেট – এর কাছে ফেসিলিটেশন সেন্টারে যোগাযোগ করতে হবে। এছাড়াও, যে কোনও কাজের দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে  011-23385271/011-23381125/011-23098543  - এই ফোন নম্বরে যোগাযোগ করা যাবে। যাঁরা প্রথম পছন্দ হিসেবে সেনাবাহিনীতে যোগদান করতে চান, এসএসবি-র ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে সেইসব প্রার্থীরা 011-26175473 অথবা http://joinindianarmy.nic.in যোগাযোগ করতে পারেন।
যাঁরা প্রথম পছন্দ হিসেবে নৌ-বাহিনীতে যোগদান করতে চান, এসএসবি-র ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে সেইসব প্রার্থীরা 011-23010097 অথবা ই-মেল: officer-navy[at]nic[dot]in অথবা joinindiannavy.gov.in – এ যোগাযোগ করতে পারেন।
যাঁরা প্রথম পছন্দ হিসেবে বিমান বাহিনীতে যোগদান করতে চান, এসএসবি-র ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে সেইসব প্রার্থীরা 011-23010231 Extn.7645/7646/7610 অথবা  http://www.careerindianairforce.cdac.in– এ যোগাযোগ করতে পারেন।
সফল পরীক্ষার্থীদের তালিকা দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন - https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/apr/doc202443328301.pdf

PG/CB/SB



(Release ID: 2017105) Visitor Counter : 32