রাষ্ট্রপতিরসচিবালয়
ভারতরত্ন প্রদান করলেন রাষ্ট্রপতি
प्रविष्टि तिथि:
30 MAR 2024 1:14PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ মার্চ ২০২৪
রাষ্ট্রপতি, শ্রীমতি দ্রৌপদী মুর্মু আজ (৩০ মার্চ, ২০২৪) রাষ্ট্রপতি ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ভারতরত্ন প্রদান করেছেন। যারা এই সম্মানে ভূষিত হয়েছেন, তাঁরা হলেন:
- প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী পি ভি নরসিমহা রাও মরণোত্তর। তাঁর হয়ে এই সম্মান গ্রহণ করেন তাঁর পুত্র, শ্রী পি ভি. প্রভাকর রাও।
- প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং মরণোত্তর। প্রয়াত চৌধুরী চরণ সিংয়ের পক্ষে, ভারতরত্ন গ্রহণ করেন তাঁর নাতি শ্রী জয়ন্ত চৌধুরী।
- ডাঃ এম এস স্বামীনাথন মরণোত্তর। তাঁর তরফে সম্মান গ্রহণ করেন তাঁর কন্যা ডক্টর নিত্য রাও।
- শ্রী কর্পুরী ঠাকুর মরণোত্তর। প্রয়াত শ্রী কর্পুরী ঠাকুরের পক্ষে ভারতরত্ন গ্রহণ করেন তাঁর পুত্র, শ্রী রামনাথ ঠাকুর।
PG/SD/AS
(रिलीज़ आईडी: 2016735)
आगंतुक पटल : 201