কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

বিচারপতি ঋতু রাজ অবস্তি ভারতের লোকপালের বিচার বিভাগীয় সদস্য হিসেবে শপথ নিয়েছেন

শ্রী পঙ্কজ কুমার এবং শ্রী অজয় তিরকে লোকপালের সদস্য হিসেবে শপথ নিয়েছেন

Posted On: 27 MAR 2024 4:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ মার্চ, ২০২৪

 

বিচারপতি ঋতু রাজ অবস্তি লোকপালের বিচার বিভাগীয় সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তাঁকে শপথবাক্য পাঠ করান ভারতের লোকপালের চেয়ারপার্সন বিচারপতি এ এম খান উইলকর।

শ্রী পঙ্কজ কুমার এবং শ্রী অজয় তিরকে লোকপালের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। নতুন দিল্লিতে ভারতের লোকপালের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নবনিযুক্তরা বর্তমান দুই বিচার বিভাগীয় সদস্য বিচারপতি পি কে মহান্তি এবং বিচারপতি অভিলাষা কুমারী ও অন্য তিন সদস্য শ্রী ডি কে জৈন, শ্রীমতী অর্চনা রামসুন্দরম এবং শ্রী মহেন্দ্রর সিং-এর স্থলাভিষিক্ত হলেন। তাঁরা লোকপালে তাঁদের কাজ করার মেয়াদ ২৬ মার্চ, ২০২৪ তারিখে সম্পূর্ণ করেছেন। 

বিচারপতি ঋতু রাজ অবস্তি ভারতের লোকপালের বিচার বিভাগীয় সদস্য হিসেবে যোগদানের আগে ভারতের ২২তম আইন কমিশনের চেয়ারপার্সন পদে আসীন ছিলেন। এর আগে তিনি কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতিও ছিলেন। 

গুজরাট ক্যাডারের ১৯৮৬ ব্যাচের আইএএস আধিকারিক শ্রী পঙ্কজ কুমার, লোকপালের সদস্য হিসেবে যোগদানের আগে গুজরাটের মুখ্য সচিব ছিলেন।

মধ্যপ্রদেশ ক্যাডারের ১৯৮৭ ব্যাচের আইএএস শ্রী অজয় তিরকে ভারতের লোকপালের সদস্য হিসেবে যোগদানের আগে ভারত সরকারের ভূমিসম্পদ দপ্তরের সচিব ছিলেন।

সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার শ্রী প্রবীণ কুমার শ্রীবাস্তব ও সিবিআই এবং ইডি-র অন্যান্য পদস্থ আধিকারিকরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। 

PG/PM/DM



(Release ID: 2016507) Visitor Counter : 32