প্রধানমন্ত্রীরদপ্তর
কেরলের কোচিতে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
Posted On:
17 JAN 2024 5:49PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ জানুয়ারি, ২০২৪
কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানজি, মুখ্যমন্ত্রী শ্রী পিনারাই বিজয়নজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মীরা, অন্যান্য বিশিষ্ট জনেরা, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ!
আমি শ্রী সর্বানন্দ সোনোয়ালজির টিমকে, শ্রী শ্রীপাদ ইয়েসু নায়েকজি এবং আমাদের সহকর্মী শ্রী ভি মুরলীধরণজি এবং শ্রী শান্তনু ঠাকুরজিকে আমার কৃতজ্ঞতা জানাই।
আজকের দিনটি আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। গুরুভাইয়ুর মন্দিরে গুরুভায়ুরাপ্পানের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করেছি। এখন আমি কেরলের ঈশ্বরসম জনসাধারণের মধ্যে, কারণ রাজ্যের উন্নয়নযজ্ঞে অংশগ্রহণ করার সৌভাগ্য আমার হয়েছে।
বন্ধুগণ,
দিন কয়েক আগে অযোধ্যায় মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে আমি নালামবালাম সম্পর্কে আলোচনা করছিলাম। রামায়ণে উল্লিখিত চারটি পবিত্র মন্দির কেরলে অবস্থিত। কেরলের বাইরে অনেকেই জানেন না যে, এই মন্দিরগুলি রাজা দশরথের চার পুত্রের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। ত্রিপায়ারে শ্রী রামস্বামী মন্দির দর্শনের সৌভাগ্য আমার হয়েছে। মহান কবি ইজুথাচান রচিত মালায়লি ভাষায় রামায়ণ শুনে আমি আনন্দিত। এছাড়াও, কেরলের প্রতিভাবান শিল্পীরা অনন্য এক অনুষ্ঠান উপস্থাপিত করেছেন। কেরলের জনগণ শিল্প, সংস্কৃতি এবং আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখার জন্য যথেষ্ট উদ্যোগী। এর থেকেই আমার অবোধপুরীর পরিবেশের কথা মনে পড়ে।
বন্ধুগণ,
আমাদের দেশের প্রতিটি রাজ্য আজাদি কা অমৃতকালে ভারতের উন্নয়নে কোনও না কোনোভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এই পরিস্থিতিতে আমাদের সামুদ্রিক ব্যবসা-বাণিজ্যের দক্ষতা বাড়াতে হবে। কেন্দ্রীয় সরকার কোচির মতো উপকূলবর্তী শহরের দক্ষতা বৃদ্ধিতে উদ্যোগী হয়েছে। সাগরমালা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন বন্দরের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা হচ্ছে।
বন্ধুগণ,
আজ দেশকে বৃহত্তম ড্রাই ডক উপহার দেওয়া হ’ল। এছাড়াও, জাহাজ নির্মাণ, জাহাজ মেরামত এবং এলপিজি আমদানীর টার্মিনালেরও উদ্বোধন হয়েছে। এই প্রকল্পগুলি কেরলের উন্নতিকে ত্বরান্বিত করবে। কোচিন শিপ ইয়ার্ড সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বিমান পরিবহণে সক্ষম রণতরী আইএনএস বিক্রান্ত নির্মাণ করেছে। এই প্রকল্পগুলির জন্য আমি কেরলের জনগণকে অভিনন্দন জানাই।
বন্ধুগণ,
যখন যৌথভাবে কোনও উদ্যোগ নেওয়া হয়, তখন তার ফল সর্বদাই ভালো হয়। আমাদের বন্দরগুলি গত ১০ বছরে দুই অঙ্কের বার্ষিক উন্নয়ন প্রত্যক্ষ করেছে। এক দশক আগেও জাহাজগুলিকে ভারতে পণ্য নামানোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হ’ত। কিন্তু, আজ ভারত বহু উন্নত রাষ্ট্রের চেয়েও এই কাজটি দ্রুত করছে।
বন্ধুগণ,
সারা বিশ্ব বর্তমানে আন্তর্জাতিক পরিসরে ভারতকে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে স্বীকৃতি দিচ্ছে। জি-২০ শিখর সম্মেলনে ভারত – মধ্যপ্রাচ্য – ইউরোপীয় অর্থনৈতিক করিডরের প্রস্তাব অনুমোদিত হয়েছে। দেশ জুড়ে বড় বড় বন্দর, জাহাজ নির্মাণ এবং জাহাজের মেরামতির ক্লাস্টার গড়ে তোলার পরিকাঠামোও তৈরি তোলা হচ্ছে।
বন্ধুগণ,
যে তিনটি প্রকল্পের আজ উদ্বোধন করা হ’ল, তার ফলে ঐ অঞ্চলের সামুদ্রিক বাণিজ্যের প্রসার ঘটবে। নবনির্মিত ড্রাই ডকটি ভারতের জাতীয় গর্ব। এখানে শুধু যে বড় বড় জাহাজ মেরামত হবে তাই নয়, এর ফলে বিদেশে ভারতীয় জাহাজের নির্মাণ ও রক্ষণা-বেক্ষণের কাজের উপর নির্ভরশীলতা কমবে। ফলস্বরূপ, এর জন্য বিদেশে অর্থ ব্যয় করতে হবে না।
বন্ধুগণ,
আজ আন্তর্জাতিক মানের জাহাজ মেরামতির ব্যবস্থাপনার উদ্বোধন করা হয়েছে। এর ফলে, কোচি ভারত ও এশিয়ায় গুরুত্বপূর্ণ জাহাজ মেরামতির কেন্দ্র হয়ে উঠবে। নবনির্মিত এলপিজি আমদানী টার্মিনালটি কোচি, কোয়েম্বাটোর, ইরোড, সালেম, কালিকট, মাদুরাই এবং ত্রিচি সহ বিভিন্ন অঞ্চলের রান্নার গ্যাসের চাহিদা মেটাবে।
বন্ধুগণ,
কোচিন শিপ ইয়ার্ড বর্তমানে ‘মেড ইন ইন্ডিয়া’ কর্মসূচির প্রথম সারিতে রয়েছে। কোচি ওয়াটার মেট্রোর বৈদ্যুতিক যানবাহনগুলি এখানেই তৈরি হচ্ছে। আমি শুনেছি, আপনারা সম্প্রতি নরওয়ে’তে কার্বন নিঃসরণ-মুক্ত জলযান সরবরাহ করেছেন। এর জন্য আমি সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই। হাইড্রোজেন জ্বালানী ব্যবহার করে ফীডার কন্টেনার জলযান নির্মাণের কাজ চলছে।
বন্ধুগণ,
মহাসাগর-ভিত্তিক অর্থনীতি বা নীল অর্থনীতি সবচেয়ে বড় অংশীদার হলেন আমাদের মৎস্যজীবীরা। পিএম মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তুলতে সাহায্য করা হচ্ছে। কৃষকদের মতো মৎস্যজীবীরাও কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় এসেছেন। কেন্দ্রীয় সরকার সমুদ্র থেকে পাওয়া সম্পদের প্রক্রিয়াকরণে উৎসাহিত করছে। এর ফলে, আমাদের মৎস্যজীবীরা উপকৃত হবেন এবং তাঁদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটবে। কেরলের দ্রুত উন্নয়ন কামনা করে নতুন নতুন প্রকল্পগুলির জন্য আমি আরও একবার আপনাদের অভিনন্দন জানাই।
অনেক অনেক ধন্যবাদ!
প্রধানমন্ত্রীর মূল ভাষণটি হিন্দিতে ছিল।
PG/CB/SB
(Release ID: 2015403)
Visitor Counter : 51
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam