প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ে ১২ হাজার ৭০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ এবং শিলান্যাস করেছেন
Posted On:
12 JAN 2024 7:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ জানুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ে ১২ হাজার ৭০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ এবং শিলান্যাস করেছেন। এর আগে প্রধানমন্ত্রী ১৭ হাজার ৮৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত অটল বিহারী বাজপেয়ী সেওরি – নভো সেবা অটল সেতু উদ্বোধন করেন। আজ যে প্রকল্পগুলির উদ্বোধন করা হয়েছে, তার মধ্যে রয়েছে – সড়ক ও রেল যোগাযোগ, পানীয় জল, অলঙ্কার শিল্প এবং মহিলাদের ক্ষমতায়ন সংক্রান্ত নানা প্রকল্প।
এই উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী জানান, আজকের দিনটি মহারাষ্ট্র ও মুম্বাইয়ের জন্য এক ঐতিহাসিক দিন। বিকশিত ভারত গড়ে তুলতে যে সংকল্প নেওয়া হয়েছে, তার বাস্তবায়নে আজকের প্রকল্পগুলি সহায়ক হবে। ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু – অটল সেতুর প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০১৬’র ডিসেম্বরে এই প্রকল্পটির শিলান্যাস করা হয়। আজ এটি জাতির উদ্দেশে উৎসর্গ করা হ’ল। করোনা অতিমারীর কারণে প্রকল্পের কাজে ব্যাঘাত ঘটলেও অবশেষে তা সম্পন্ন হয়েছে। আজ যে প্রকল্পগুলির উদ্বোধন হ’ল, সেগুলি শুরু হয় রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের সময়ে। মহারাষ্ট্রের মুখ্যামন্ত্রী শ্রী একনাথ শিন্ডে, দুই উপ-মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং শ্রী অজিত পাওয়ারের দলগত উদ্যোগের কারণেই প্রকল্পগুলি বাস্তবায়িত হ’ল।
মহিলাদের আশীর্বাদ নিশ্চিত হওয়ায় প্রধানমন্ত্রী তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী মহিলা সশক্তিকরণ, নারী শক্তিদূত অ্যাপ্লিকেশন এবং লেক লেড়কি যোজনার মতো বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে তিনি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, অটল সেতু সকলের কাছেই গর্বের বিষয়। এই প্রকল্পে যত ইস্পাত ব্যবহার করা হয়েছে, তা দিয়ে ৪টি হাওড়া ব্রিজ এবং স্ট্যা্চু অফ লিবার্টি নির্মাণ করা যায়। তিনি প্রকল্পের সহায়তার জন্য জাপান সরকার এবং সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত ১০ বছরে ভারতের বিভিন্ন সংস্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, উত্তর-পূর্বে ভুপেন হাজারিকা সেতু এবং বগিবিল সেতু, অটল সুড়ঙ্গ, চেনাব সেতু, বহু এক্সপ্রেসওয়ে, ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ফ্রেড করিডর নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। সম্প্রতি মহারাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তিনি তাঁর ভাষণে তুলে ধরেন। এর মধ্যে রয়েছে – বালাসাহেব ঠাকরে সমৃদ্ধি মহামার্গ এবং নভি মুম্বাই বিমানবন্দর। “খুব শীঘ্রই মুম্বাই প্রথম বুলেট ট্রেন পেতে চলেছে”। তেল ও প্রাকৃতিক গ্যাস পাইপ লাইনের বিভিন্ন প্রকল্প, ঔরঙ্গাবাদ শিল্প নগরী, নভি মুম্বাই বিমানবন্দর এবং শেন্দ্রা – বিডকিন শিল্প তালুক মহারাষ্ট্রের অর্থনীতিতে জোয়ার আনবে।
অতীতে করদাতাদের অর্থ যথাযথভাবে ব্যবহার হ’ত না বলে ক্ষোভ প্রকাশ করে শ্রী মোদী বলেন, বর্তমানে এই অর্থে দেশের উন্নয়নমূলক কাজ দ্রুতগতিতে সম্পন্ন হচ্ছে। এ প্রসঙ্গে তিনি নীলওয়ান্দে জলাধার প্রকল্প, উড়ান খারকোপার রেল প্রকল্পের কথা উল্লেখ করেন। কয়েক দশক পর বর্তমান সরকার প্রকল্পগুলি বাস্তবায়িত করছে।
প্রধানমন্ত্রী বলেন, অটল সেতু নির্মাণে প্রায় ১৭ হাজার শ্রমিক এবং ১ হাজার ৫০০ জন ইঞ্জিনিয়ার যুক্ত ছিলেন। এর ফলে, কর্মসংস্থানের প্রচুর সুযোগ সৃষ্টি হয়। এই সেতু সংশ্লিষ্ট অঞ্চলে সহজ জীবনযাত্রা এবং সহজে ব্যবসা-বাণিজ্য নিশ্চিত করেছে।
শ্রী মোদী বলেন, আজ ভারত সমান্তরালভাবে দুটি ক্ষেত্রে এগিয়ে চলেছে। একদিকে সরকার দরিদ্র মানুষদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করছে, অন্যদিকে বড় বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ২০১৪ সালের আগে পরিকাঠামো খাতে বাজেট বরাদ্দ ছিল মাত্র ১২ লক্ষ কোটি টাকা। পরবর্তী ১০ বছরে বাজেট বরাদ্দ বেড়ে হয়েছে ৪৪ লক্ষ কোটি টাকা।
বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “মোদীর গ্যারান্টি তখন শুরু হয়, যখন জনসাধারণ কোনও প্রকল্প আর বাস্তবায়িত হবে না বলে মনে করেন”। তিনি বলেন, “ডবল ইঞ্জিন সরকার মহারাষ্ট্রের উন্নয়নে তার কাজের ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে, সেই নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছি। উন্নত ভারতে মহারাষ্ট্র শক্তিশালী স্তম্ভ হিসেবে যাতে আত্মপ্রকাশ করে, তার জন্য আমরা সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি”।
অনুষ্ঠানে মহারাষ্ট্রের রাজ্যপাল শ্রী রমেশ বাইস, মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডে, দুই উপ-মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং শ্রী অজিত পাওয়ার সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
PG/CB/SB
(Release ID: 2015374)
Visitor Counter : 66
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam