নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

অর্জুন পুরস্কার জয়ী প্যারা-তিরন্দাজ শ্রীমতী শীতল দেবী  নির্বাচন কমিশনের জাতীয় পিডব্লুডি আইকন

प्रविष्टि तिथि: 17 MAR 2024 4:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ মার্চ, ২০২৪ 

 

ভারতের নির্বাচন কমিশনের প্রথম ব্যতিক্রমী উদ্যোগ। তরুণ ও প্রতিবন্ধী ভোটারদের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং অন্তর্ভুক্তির লক্ষ্যে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড-এর সঙ্গে যৌথভাবে ইন্ডিয়ান ডেফ ক্রিকেট অ্যাসোসিয়েশন (আইডিসিএ) ও দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)-এর মধ্যে এক প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল নির্বাচন কমিশন।  ১৬ মার্চ, ২০২৪ তারিখে নতুন দিল্লির কার্নেইল ক্রিকেট স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়েছিল।  এই উপলক্ষে অর্জুন পুরস্কার জয়ী বিশিষ্ট প্যারা-তিরন্দাজ শ্রীমতী শীতল দেবীকে বিশেষ ক্ষমতাসম্পন্ন বিভাগে জাতীয় আইকন হিসেবে ঘোষণা করা হয়।  

এই প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার ও দুই নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এবং শ্রী সুখবীর সিং সান্ধু। 

২০২২-এ সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত টি-২০ চ্যাম্পিয়নশিপে সেরার শিরোপা ছিনিয়ে নেওয়ার জন্য ভারতের বধির ক্রিকেট দলকে অভিনন্দন জানান মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার।  তিনি বলেন, মূল ধারার ক্রিকেট দলের সঙ্গে আইডিসিএ-র একটি ম্যাচ অনুষ্ঠিত করার জন্য সব ধরনের চেষ্টা চালাবে নির্বাচন কমিশন।  বিভিন্ন ধরনের বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি এবং তরুণ ভোটার সহ ২,৫০০ দর্শক এই ম্যাচ উপভোগ করেন।  ডিডিসিএ (খেলার স্কোর: ডিডিসিএ ১৯০ / ৫ উইকেটে, আইডিসিএ ১২১ / ৮ উইকেটে) দল ৬৯ রানে জয়ী হয়। 

এই খেলার মূল লক্ষ্য হল, তরুণ ও বিশেষ ক্ষমতাসম্পন্ন ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের ব্যাপারে অনুপ্রাণিত করা।  নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি এবং প্রবীণ ভোটারদের জন্য একটি পুস্তিকা প্রকাশ করা হয়। এই পুস্তিকায় ভোটদান কেন্দ্র সহ নির্বাচনের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।  ভোটদানের ক্ষেত্রে প্রতিবন্ধী ভোটারদের জন্য কী কী  ধরনের সুযোগ-সুবিধা রয়েছে, তাও এই পুস্তিকায় তুলে ধরা হয়েছে।  

নির্বাচন কমিশনের দৃঢ় বিশ্বাস, এই ধরনের উদ্যোগের ফলে বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি এবং তরুণদের মধ্যে ভোটদানের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। 

PG/MP/DM


(रिलीज़ आईडी: 2015346) आगंतुक पटल : 148
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Malayalam