যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডাক বিভাগে কর্মরত ২.৫৬ লক্ষ গ্রামীণ ডাক সেবকের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রকল্পের ঘোষণা করলেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ

Posted On: 15 MAR 2024 3:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ মার্চ, ২০২৪ 

 

কেন্দ্রীয় যোগাযোগ, রেল এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণ আজ ডাক বিভাগে কর্মরত ২.৫৬ লক্ষ গ্রামীণ ডাক সেবকের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রকল্পের ঘোষণা করলেন। এই গ্রামীণ ডাক সেবকরা গ্রামাঞ্চলে ডাক পরিষেবার সংস্থানে ভিত্তি হিসেবে কাজ করেন। 
এই প্রকল্পের মূল বিষয় হ’ল –
•    কর্মজীবনের ১২, ২৪ এবং ৩৬ বছরে গ্রামীণ ডাক সেবকরা বার্ষিক ভিত্তিতে বর্ধিত হারে পারিশ্রমিক পাবেন। এর পরিমাণ হবে যথাক্রমে, বছরে ৪ হাজার ৩২০, ৫ হাজার ৫২০ এবং ৭ হাজার ২০০ টাকা। 

•    এই অর্থ সময়-ভিত্তিক ধারাবাহিক ভাতা (টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউয়েন্স – টিআরসিএ)-র অতিরিক্ত। 

•    এর ফলে উপকৃত হবেন ২.৫৬ লক্ষেরও বেশি গ্রামীণ ডাক সেবক। 

PG/AC/SB


(Release ID: 2015000) Visitor Counter : 166