প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মিশন দিব্যাস্ত্রর আওতায় একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতাসম্পন্ন মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল (এমআইআরভি) বৈশিষ্ট্যযুক্ত দেশীয় প্রযুক্তিতে নির্মিত অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের প্রথম সফল পরীক্ষামূলক উৎক্ষেপণে সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর

Posted On: 11 MAR 2024 6:56PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১১ মার্চ ২০২৪

 

মিশন দিব্যাস্ত্রর আওতায় একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতাসম্পন্ন মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল (এমআইআরভি) বৈশিষ্ট্যযুক্ত দেশীয় প্রযুক্তিতে নির্মিত অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের প্রথম সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য ডিআরডিও-র বিজ্ঞানীদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 

এক্স হ্যান্ডলে এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন : 

“মিশন দিব্যাস্ত্রর আওতায় একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতাসম্পন্ন মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল (এমআইআরভি) বৈশিষ্ট্যযুক্ত দেশীয় প্রযুক্তিতে নির্মিত অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের প্রথম সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্ভব হয়েছে। আমাদের ডিআরডিও-র বিজ্ঞানীদের জন্য গর্বিত।”


PG/SD/AS


(Release ID: 2013662) Visitor Counter : 81