প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে ১১ মার্চ ‘সশক্ত নারী – বিকশিত ভারত’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

Posted On: 10 MAR 2024 11:14AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ মার্চ,২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ মার্চ নতুন দিল্লিতে ‘সশক্ত নারী – বিকশিত ভারত’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পুসার ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে ‘নমো ড্রোন দিদি’দের কৃষি ড্রোন প্রদর্শন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে দেশের ১১টি জায়গা থেকে ‘নমো ড্রোন দিদি’রা ড্রোন প্রদর্শনীতে অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১ হাজার ‘নমো ড্রোন দিদি’র হাতে ড্রোন তুলে দেবেন। মহিলাদের, বিশেষত গ্রামীণ এলাকার মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতাদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর যে দূরদৃষ্টিসম্পন্ন ভাবনা রয়েছে, ‘নমো ড্রোন দিদি’ ও ‘লাখপতি দিদি’ উদ্যোগগুলি তার অবিচ্ছেদ্য অংশ। এই ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী ‘লাখপতি দিদি’দের সম্বর্ধনা দেবেন। এঁরা ‘দীনদয়াল অন্ত্যোদয় যোজনা – জাতীয় গ্রামীণ জীবিকা মিশন’-এর সহায়তায় সাফল্য অর্জন করেছেন এবং অন্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জীবনযাত্রার মানোন্নয়নে অনুপ্রাণিত করেছেন। 

প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় ব্যাঙ্কের প্রতিষ্ঠিত ব্যাঙ্ক লিঙ্কেজ ক্যাম্পগুলির মাধ্যমে ভর্তুকিযুক্ত সুদের হারে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে প্রায় ৮ হাজার কোটি টাকার ব্যাঙ্ক ঋণ প্রদান করবেন। এছাড়া, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে তিনি প্রায় ২ হাজার কোটি টাকার মূলধনী সহায়তা তহবিলও প্রদান করবেন। 

 

PG/SD/DM


(Release ID: 2013255) Visitor Counter : 83