মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৪-২৫ মরশুমের জন্য কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য অনুমোদন করেছে

কুইন্টাল প্রতি বৃদ্ধি ২৮৫ টাকা

কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্যে এই বৃদ্ধির পরিমাণ ১২২ শতাংশ

Posted On: 07 MAR 2024 7:48PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৭ মার্চ, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আর্থিক বিষয় সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটি ২০২৪-২৫ মরশুমের জন্য কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্যে অনুমোদন দিয়েছে। কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য (টিডিএন-৩ পূর্ববর্তী টিডি-৫ শ্রেণীর অনুরূপ) ২০২৪-২৫ মরশুমের জন্য কুইন্টাল প্রতি ৫,৩৩৫ টাকা নির্দিষ্ট করা হয়েছে। এর ফলে সর্বভারতীয় ওজন যুক্ত গড় উৎপাদন খরচের ৬৪.৮ শতাংশ ফেরত নিশ্চিত হবে। ২০১৮-১৯ সালের বাজেটে সরকারি ঘোষণা মতো কম করে ১.৫ গুণ ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির নির্ধারণ সূত্র মেনেই করা হয়েছে। 

কৃষি মূল্য ও দাম (সিএসিপি) আয়োগের প্রস্তাব মাফিক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

গত মরশুমের তুলনায় ২০২৪-২৫ সালে কাঁচা পাটের কুইন্টাল প্রতি ন্যূনতম সহায়ক মূল্য ২৮৫ টাকা  বৃদ্ধি পাবে।
 ২০১৪-১৫ সালে কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য যেখানে ছিল প্রতি কুইন্টাল ২৪০০ টাকা ২০২৪-২৫ সালের জন্য তা বৃদ্ধি পেয়ে দাড়াঁলো কুইন্টাল প্রতি ৫৩৩৫ টাকা। এই বৃদ্ধির পরিমান ১২২ শতাংশ।

২০২৩-২৪ চলতি মরশুমে সরকার রেকর্ড পরিমান ৬.২৪ লক্ষেরও বেশি কাঁচা পাটের গাঁট সংগ্রহ করেছে। এর মূল্য ৫২৪.৩২ কোটি টাকা। এতে ১.৬৫ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন।
 ভারতীয় পাট নিগম কেন্দ্রীয় সরকারের নোডাল এজেন্সি হিসেবে পাট উৎপাদনের ক্ষেত্রে আর্থিক সমর্থন এবং কোন রকম ক্ষতির ভার বহন করে থাকে। কোন রকম ক্ষয় ক্ষতি কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে পুষিয়ে দেয়।


PG/AB/NS


(Release ID: 2012502) Visitor Counter : 949