প্রতিরক্ষামন্ত্রক
সমুদ্রে ভারতীয় নৌসেনা এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মাদক বিরোধী অভিযান
Posted On:
28 FEB 2024 9:41AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং ভারতীয় নৌসেনার সমন্বিত অভিযানে একটি সন্দেহজনক সামুদ্রিক জলযান থেকে প্রায় ৩৩০০ কেজি নিষিদ্ধ মাদক (৩০৮৯ কেজি চরস, ১৫৮ কেজি মেটামফেটামাইন এবং ২৫ কেজি মরফিন) উদ্ধার হয়েছে।
ভারতীয় নৌসেনার নজরদারি বিমানের তৎপরতায় ওই জলযানটির হদিশ পাওয়া যায়। এরপর এনসিবি-র কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি জাহাজ মোতায়েন করা হয়। ভারতীয় জলসীমার দিকে এগোতে থাকা ওই জলযানটিকে আটকে এই মাদক উদ্ধার করা হয়। জলযানটি চিহ্নিত করা, তার গতিবিধি লক্ষ্য করা এবং আটক করা- সবটাই হয়েছে নিপুণ দক্ষতায়।
মাদক পাচারের কাজে লাগানো এই জলযানটিকে নিকটবর্তী একটি ভারতীয় বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। আরোহীদের তুলে দেওয়া হয়েছে আইন প্রয়োগকারী সংস্থার হাতে।
উদ্ধার হওয়া মাদকের পরিমাণ এবং দামের দিক থেকেই কেবল এই অভিযান গুরুত্বপূর্ণ নয়। মাকরান উপকূল থেকে ভারত মহাসাগরীয় এলাকার দেশগুলির দিকে নিষিদ্ধ মাদক নিয়ে আসা রুখতে নৌসেনা এবং এনসিবি-র সমন্বিত উদ্যোগকে তা তুলে ধরে।
সমুদ্র পরিসরে- বিশেষত ভারতের প্রতিবেশ অঞ্চলে বেআইনী কাজকর্ম বন্ধ করতে ভারতীয় নৌসেনা সদা তৎপর।
PG/AC/NS…
(Release ID: 2009716)
Visitor Counter : 58