প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রীর গুজরাট ও উত্তরপ্রদেশ সফর ২২ ও ২৩ ফেব্রুয়ারী
গুজরাটে মোট ৬০,০০০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও কাজের সূচনা করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী আমেদাবাদে গুজরাট সমবায় দুগ্ধ বিপণন ফেডারেশনের সূবর্ণ জয়ন্তী সমারোহে যোগ দেবেন
বারানসী এবং তার আশপাশের অঞ্চলকে নতুন করে গড়ে তোলার আর একটি পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী মোট ১৩,০০০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন
বিএইচইউ-র স্বতন্ত্র সভাঘরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী
Posted On:
21 FEB 2024 11:41AM by PIB Kolkata
নতুনদিল্লি ২১ ফেব্রুয়ারী ২০২৪
প্রধানমন্ত্রী ২২ এবং ২৩ ফেব্রুয়ারী ২০২৪ গুজরাট ও উত্তরপ্রদেশ সফর করবেন।
২২ ফেব্রুয়ারী বেলা ১০-৪৫ নাগাদ আমেদাবাদে পৌঁছে প্রধানমন্ত্রী গুজরাট সমবায় দুগ্ধ বিপণন ফেডারেশনের সূবর্ণ জয়ন্তী সমারোহে যোগ দেবেন। এরপর, তিনি যাবেন মেহেসানায়। সেখানে ভালিনাথ মহাদেব মন্দিরে পুজো দেবার পর তারাভ-এ একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী, উদ্বোধন ও শিলান্যাস করবেন মোট ১৩,৫০০ কোটি টাকার একাধিক প্রকল্পের। বিকেল ৪-১৫ নাগাদ তাঁর নাভাসারি পৌঁছোনোর কথা। সেখানে প্রায় ৪৭,০০০ কোটি টাকার একাধিক প্রকল্পের সূচনা হবে। সন্ধে ৬-১৫ নাগাদ প্রধানমন্ত্রী কাকরাপার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবেন।
২৩ ফেব্রুয়ারী বারানসীর বিএইচইউ-র স্বতন্ত্র সভাঘরে সংসদ সংস্কৃত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর, সন্ত গুরু রবিদাসের জন্মস্থলে পুজো দেবেন তিনি। সন্ত গুরু রবিদাসের ৬৪৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। দুপুর ১.৩০ নাগাদ প্রধানমন্ত্রী বারানসীর কারখিঁয়াও-এ ইউপিএসআইডিএ অ্যাগ্রো পার্কে বনসকান্থা জেলা সমবায় দুগ্ধ উৎপাদক ইউনিয়ন লিমিটেডের দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র বনস কাশী সঙ্কুল-এ যাবেন। এর পর একটি সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে ১৩,০০০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।
গুজরাটে প্রধানমন্ত্রী
গুজরাটের মোতেরায় নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে প্রধানমন্ত্রী যোগ দেবেন গুজরাট সমবায় দুগ্ধ বিপণন ফেডারেশনের সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে। সেখানে ১.২৫ লক্ষেরও বেশি কৃষিজীবী সমবেত হবেন।
মেহেসানা এবং নাভাসারিতে প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলির সূচনা করবেন সেগুলি সড়ক, রেল, বিদ্যুৎ, স্বাস্থ্য, ইন্টারনেট সংযোগ, নগরোন্নয়ন, জল সরবরাহ, পর্যটন, পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, আদিবাসী উন্নয়ন সম্পর্কিত।
সুরাট পুরনিগম, সুরাট নগরোন্নয়ন কর্তৃপক্ষ এবং ড্রিম সিটির একাধিক প্রকল্পেরও উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।
বারানসীতে প্রধানমন্ত্রী
২০১৪ সাল থেকেই বারানসী এবং তার আশপাশের অঞ্চলকে নতুনভাবে গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ ফেব্রুয়ারী পরিকাঠামোগত নানা প্রকল্পের পাশাপাশি প্রধানমন্ত্রী সেখানে পর্যটন এবং আধ্যাত্মিক পর্যটন সংক্রান্ত বেশকিছু প্রকল্পের সূচনা করবেন। চালু হবে বিদ্যুৎচালিত কাটামারন পরিষেবা। বিশ্বের প্রাচীনতম নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি একটি নতুন মেডিকেল তলেজেরও শিলান্যাস হবে। সন্ত রবিদাস সংগ্রহশালারও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
PG/AC/CS
(Release ID: 2007878)
Visitor Counter : 103
Read this release in:
Tamil
,
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam