তথ্যওসম্প্রচারমন্ত্রক
নতুন দিল্লি আন্তর্জাতিক বই মেলায় ‘ইন্ডিয়া ইয়ার বুক, ২০২৪’ এবং ‘কেরিয়ার কলিং’ বই দুটি প্রকাশ করলেন তথ্য ও সম্প্রচার সচিব
Posted On:
10 FEB 2024 6:34PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি,২০২৪
প্রগতি ময়দানে আজ নতুন দিল্লি আন্তর্জাতিক বই মেলায় পাবলিকেশন্স ডিভিশনের দুটি বই ‘ইন্ডিয়া ইয়ার বুক, ২০২৪’ এবং ‘কেরিয়ার কলিং’ প্রকাশ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু।
‘ইন্ডিয়া ইয়ার বুক, ২০২৪’ বইটিতে দেশের অগ্রগতি সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। দেশের অগ্রগতি সম্পর্কে যাঁরা জানতে আগ্রহী, তাঁদের কাছে একটি অবশ্য পাঠ্য বই হল এটি। ‘কেরিয়ার কলিং’ বইটিতে সাপ্তাহিক এমপ্লয়মেন্ট নিউজ-এ প্রকাশিত বিভিন্ন নিবন্ধ স্থান পেয়েছে, যেগুলি ছাত্রছাত্রী এবং তরুণদের দিশা দেখাবে।
এছাড়া, প্রগতি ময়দানের স্টলে ‘যোজনা’, ‘কুরুক্ষেত্র’, ‘আজকাল’ এবং ‘বাল ভারতী’র মতো পত্রিকাও রাখা হয়েছে, যা পাঠকদের ভাবনাকে সমৃদ্ধ করবে। এই প্রকাশনাগুলি দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও পাওয়া যাবে।
PG/MP/DM
(Release ID: 2005132)
Visitor Counter : 94