কেন্দ্রীয়মন্ত্রিসভা

পশুপালন পরিকাঠামো উন্নয়ন তহবিল সম্প্রসারণে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

Posted On: 01 FEB 2024 11:35AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ পশুপালন পরিকাঠামো উন্নয়ন তহবিল সম্প্রসারণে অনুমোদন দেওয়া হয়েছে। এই তহবিলে আরও তিন বছরের জন্য, ২০২৫-২৬ পর্যন্ত ২৯,৬১০.২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দুগ্ধজাত সামগ্রীর প্রক্রিয়াকরণ ও বহুমুখী উৎপাদন, মাংসের প্রক্রিয়াকরণ ও বহুমুখী উৎপাদন, পশুখাদ্য, প্রজনন খামার, প্রাণীসম্পদ ব্যবস্থাপনা এবং পশুদের জন্য টিকা ও ওষুধ উৎপাদনে এই প্রকল্প সহায়ক হবে।

নির্ধারিত ব্যাঙ্কের মাধ্যমে সরকার ৩ শতাংশ সুদে ৮ বছরের জন্য ব্যক্তি, বেসরকারি সংস্থা, এমএসএমই প্রভৃতিকে ঋণ দেবে। 

এছাড়া, ৭৫০ কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি ফান্ড থেকে এমএসএমই এবং দুগ্ধ সমবায়গুলিকে ২৫ শতাংশ পর্যন্ত ঋণ প্রদান করা হবে। এই প্রকল্প দুধ, মাংস এবং পশুখাদ্যের ক্ষেত্রে প্রক্রিয়াকরণের ক্ষমতা ২-৪ শতাংশ বৃদ্ধি করবে। 

পশুপালন ক্ষেত্র গবাদি পশুর লালনপালনে লগ্নিকারীদের কাছে লাভজনক ব্যবসায়িক ক্ষেত্র হয়ে উঠেছে। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গবাদি পশুর ক্ষেত্রে ৩৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। এ পর্যন্ত প্রায় ১৫ লক্ষ কৃষক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকৃত হয়েছেন। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, তাতে গবাদি পশুর ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের পথ সুগম করেছে এই প্রকল্প। সেইসঙ্গে, গবাদি পশু থেকে উৎপাদিত বিভিন্ন সামগ্রী রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিও মজবুত হচ্ছে। 


PG/MP/DM



(Release ID: 2001717) Visitor Counter : 54