কেন্দ্রীয়মন্ত্রিসভা

কেন্দ্রীয় মন্ত্রিসভা মে ২০০৯ - নভেম্বর ২০১৫ পর্বের জন্য সার (ইউরিয়া) সংস্থাগুলিকে দেশজ গ্যাস সরবরাহের বিক্রয় মূল্য অনুমোদন করেছে

Posted On: 01 FEB 2024 11:36AM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১ ফেব্রুয়ারি ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০০৯-এর পয়লা মে থেকে ২০১৫-র ১৭ নভেম্বর পর্যন্ত পর্বের জন্য সার (ইউরিয়া) কারখানাকে দেশজ গ্যাস সরবরাহের বাজারমূল্য ধার্য করার অনুমোদন দিয়েছে। 

এই অনুমোদন একটি কাঠামোগত সংস্কার। অতিরিক্ত ঝুঁকি নেওয়ার জন্য গ্যাসের উৎপাদন খরচ এবং গ্যাস বিপণন সংক্রান্ত খরচের ওপরে উপভোক্তাদের কাছ থেকে গ্যাস বিপণন সংস্থাগুলি বিক্রয় মূল্য ধার্য করে। এর আগে সরকার ২০১৫-য় ইউরিয়া এবং এলপিজি উৎপাদনকারীদের দেশজ গ্যাস সরবরাহের ওপর বিক্রয় মূল্য ধার্য করেছিল। 

এই অনুমোদনের ফলে বিভিন্ন সার (ইউরিয়া) কারখানাগুলির হাতে অতিরিক্ত মূলধনের সংস্থান হবে, কারণ ০১.০৫.২০০৯ থেকে ১৭.১১.২০১৫ পর্যন্ত দেশজ গ্যাস সংগ্রহের জন্য সার কোম্পানিগুলি বিক্রয় মূল্য দিয়েছিল ১৮.১১.২০১৫ থেকে পরবর্তীকালে ইতিমধ্যেই প্রদত্ত হারে। 

সরকারের আত্মনির্ভর ভারতের দর্শনের সঙ্গে সাযুজ্য  রেখে এই অনুমোদন উৎপাদনকারীদের লগ্নি বৃদ্ধি করতে উৎসাহ যোগাবে। অতিরিক্ত বিনিয়োগে সার ক্ষেত্রে আত্মনির্ভরতা সৃষ্টি হবে এবং গ্যাস পরিকাঠামো ক্ষেত্রে ভবিষ্যৎ লগ্নিকরণের নিশ্চয়তা দেবে। 


PG/AP/AS



(Release ID: 2001507) Visitor Counter : 33