অর্থমন্ত্রক

গত ১০ বছরে প্রত্যক্ষ কর সংগ্রহ বেড়ে প্রায় ৩ গুণ এবং রিটার্ন দাখিলকারীর সংখ্যা ২.৪ গুণ বৃদ্ধি : কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Posted On: 01 FEB 2024 12:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২৪

 

“গত ১০ বছরে প্রত্যক্ষ কর সংগ্রহ বেড়ে প্রায় ৩ গুণ এবং রিটার্ন দাখিলকারীর সংখ্যা ২.৪ গুণ বৃদ্ধি”, আজ সংসদে ২০২৪-২৫ সালের অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন। করদাতাদের আশ্বস্ত করে তিনি বলেন, তাঁদের কর-এর টাকা দেশের উন্নয়ন এবং দেশবাসীর কল্যাণে ব্যয় করা হচ্ছে। এক্ষেত্রে করদাতাদের ভূমিকার প্রশংসা করেন তিনি। 

শ্রীমতী সীতারমন বলেন, নতুন কর ব্যবস্থায় কর-এর হার কমানো হয়েছে এবং কর ব্যবস্থাকে  যুক্তিসম্মত করা হয়েছে। এখন ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনো কর দিতে হয় না, যা ২০১৩-১৪ অর্থবর্ষে ছিল ২.২ লক্ষ টাকা। খুচরো ব্যবসার ক্ষেত্রে কর প্রদানের সীমা ২ কোটি থেকে বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়েছে। অন্যদিকে, পেশাদারদের ক্ষেত্রে সেই সীমা ৫০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭৫ লক্ষ টাকা করা হয়েছে। এছাড়া, দেশীয় সংস্থাগুলির জন্য কর্পোরেট কর-এর হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করা হয়েছে। উৎপাদনের সঙ্গে যুক্ত কিছু কিছু নতুন সংস্থার ক্ষেত্রে তা ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। 

অর্থমন্ত্রী বলেন, “গত ৫ বছরে সরকারের লক্ষ্য ছিল, করদাতাদের পরিষেবায় উন্নতি ঘটানো। কর নির্ধারণের ক্ষেত্রে বহুকালের পুরনো ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটানো হয়েছে। সেইসঙ্গে এসেছে দক্ষতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা”।

কর দাখিল ব্যবস্থাও অনেক সহজ-সরল করা হয়েছে বলে মন্তব্য করেন শ্রীমতী সীতারমন। তিনি বলেন, রিটার্ন যাচাইয়ের প্রক্রিয়া ২০১৩-১৪ সালের ৯৩ দিন থেকে কমিয়ে মাত্র ১০ দিনে নামিয়ে আনা হয়েছে। এর ফলে রিফান্ড প্রদান প্রক্রিয়ায় অনেক দ্রুততা এসেছে।


PG/MP/DM



(Release ID: 2001445) Visitor Counter : 59