মানবসম্পদবিকাশমন্ত্রক

শ্রী ধর্মেন্দ্র প্রধান পরীক্ষা পে চর্চার অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেছেন

Posted On: 29 JAN 2024 8:05PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৯ জানুয়ারি ২০২৪

 

কেন্দ্রীয় শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও উদ্যোগপতি মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আজ জাতীয় বাল ভবনে পরীক্ষা পে চর্চার সপ্তম সংস্করণের অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেছেন। শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী এবং ডঃ সুভাষ সরকার; বিদেশ ও শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ রাজকুমার রঞ্জন সিং;  স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দপ্তরের সচিব শ্রী সঞ্জয় কুমার; অন্য বিশিষ্টজন, শিক্ষক এবং ছাত্ররাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে শ্রী প্রধান পরীক্ষা পে চর্চায় অংশগ্রহণকারী ছাত্রদের বিশেষ করে যারা ভারত মন্ডপমে প্রদর্শনীতে নিজেদের উদ্ভাবন প্রদর্শন করেছেন তাদের অভিনন্দন জানান। 

তিনি বলেন, শুধু বিজ্ঞান নয়, শিল্প এবং সমাজ বিজ্ঞানেও ছাত্রদের কাছ থেকে যে ভাবনা পাওয়া যাচ্ছে তাতে তরুণ প্রজন্মের মধ্যে কল্পনাশক্তি প্রদর্শিত হয়েছে। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছাত্রদের সাক্ষাৎ এবং তাঁর দ্বারা পরামর্শপ্রাপ্ত হওয়া কত উত্তেজনাকর এবং জীবন পরিবর্তনকারী অভিজ্ঞতা তারও উল্লেখ করেন তিনি। 

শ্রী প্রধান ছাত্রদের কাছে আবেদন জানান পরীক্ষা পে চর্চায় যোগ দেওয়ার অভিজ্ঞতা তারা যেন তাদের স্কুলে ভাগ করে নেয়, যাতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেওয়া পরামর্শ থেকে অন্য ছাত্ররা শিক্ষা গ্রহণ করে উৎসাহিত হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ছাত্র, শিক্ষক এবং অভিভাবক সহ প্রায় ৫০ কোটির বিশাল সংখ্যক মানুষের উচিত তাঁদের মানসিক চাপ কাটাতে এই পরামর্শ সম্পর্কে জানা। তিনি আরও বলেন, জাতীয় শিক্ষা নীতি ২০২০-র সুপারিশও তাই। 

কলা উৎসবের বিজয়ীরা, একলব্য মডেল আবাসিক স্কুলের ছাত্ররা এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধি মিলিয়ে ৩০০-র বেশি অংশগ্রহণকারী শ্রী প্রধানের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষা পে চর্চায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কথা শোনার অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। 

সারা দেশের নানা রাজ্যের ছাত্ররা তাদের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন এবং জানান কিভাবে তারা প্রধানমন্ত্রীর কথা থেকে প্রভূত প্রেরণা লাভ করেছে। হরিয়ানার সিরসা থেকে তানিশা; আগরতলার ত্রিপুরা থেকে ইনশা আখতার; মধ্যপ্রদেশের ভোপাল থেকে তীর্থ সোনি এবং অন্য অনেকে বলেন তারা দিল্লিতে থাকা, নতুন বন্ধু করার এবং অন্য রাজ্যগুলির সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ কেমন উপভোগ করেছে, যা এক ভারত শ্রেষ্ঠ ভারতের প্রকৃত আদর্শ। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরীক্ষা পে চর্চা পরীক্ষার চাপ কমাতে এবং জীবনের প্রতি আনন্দের দৃষ্টিভঙ্গী প্রসারে, ‘পরীক্ষা যোদ্ধা’-এর মত বৃহৎ আন্দোলনের সঙ্গে যুক্ত করতে একটি অভিনব উদ্যোগ। বর্তমান সপ্তম সংস্করণে ২.২৬ কোটি রেকর্ড নথিভুক্তি হয় মাইগভ পোর্টালে। যার থেকে বোঝা যায় সারা দেশে ছাত্রদের মধ্যে কিভাবে উৎসাহ তৈরি হয়েছে। 


PG/AP/AS



(Release ID: 2001131) Visitor Counter : 42