তথ্যওসম্প্রচারমন্ত্রক
ডিমড্ ইউনিভার্সিটির মর্যাদা পেল আইআইএমসি
Posted On:
31 JAN 2024 6:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ জানুয়ারি, ২০২৪
সাংবাদিকতা এবং মাস কম্যুনিকেশন শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ মাস কম্যুনিকেশনস্ (আইআইএমসি)-কে ইউজিসি-র পরামর্শক্রমে নির্দিষ্ট বর্গে ডিমড্ ইউনিভার্সিটি বলে ঘোষণা করলো শিক্ষা মন্ত্রক। নতুন দিল্লির আইআইএমসি ছাড়াও এর জম্মু, অমরাবতী, আইজল, কোট্টায়াম এবং ঢেঙ্কানলে এর ৫টি শাখার ক্ষেত্রেও এই নির্দেশিকা কার্যকর হবে।
এর ফলে, আইআইএমসি এখন থেকে ডিগ্রি ও ডক্টরেট প্রদান করতে পারবে। বিশদে জানতে এই লিঙ্কটিতে ক্লিক করুন - https://iimc.gov.in/WriteReadData/userfiles/file/2024/Jan/Notification.pdf
PG/AC/SB
(Release ID: 2001099)
Visitor Counter : 77