স্বরাষ্ট্র মন্ত্রক

সাধারণতন্ত্র দিবস – ২০২৪ উপলক্ষে পুলিশ, দমকল, হোমগার্ড এবং নাগরিক সুরক্ষা ও পরিষেবা ক্ষেত্রের ১১৩২ জন কর্মীকে সাহসিকতা / সেবা পদকের সম্মান পাচ্ছেন

Posted On: 25 JAN 2024 9:24AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ জানুয়ারি, ২০২৪


সাধারণতন্ত্র দিবস – ২০২৪ উপলক্ষে পুলিশ, দমকল, হোমগার্ড এবং নাগরিক সুরক্ষা ও পরিষেবা ক্ষেত্রের ১১৩২ জন কর্মীকে সাহসিকতা / সেবা পদকে সম্মানিত করা হয়েছে। 

সরকার চলতি সম্প্রতি বিভিন্ন পুরস্কারের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে নানা পদক্ষেপ নিয়েছে ১৬টি শৌর্য পদক (পুলিশ, দমকল, হোমগার্ড ও নাগরিক প্রতিরক্ষা পুরস্কারকে চারটি পদকের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। এগুলি হল –
১. শৌর্যের জন্য রাষ্ট্রপতি পদক।
২. শৌর্য পদক।
৩. বিশেষ পরিষেবার জন্য রাষ্ট্রপতি পদক।
৪. প্রশংসনীয় পরিষেবার জন্য পদক। 

সম্প্রতি পুলিশ, দমকল, নাগরিক নিরাপত্তা ও পরিষেবা সংক্রান্ত ১,১৩২ জন কর্মীকে সাধারণতন্ত্র দিবস ২০২৪ উপলক্ষে সাহসিকতা / সেবা পদকে সম্মানিত করা হয়েছে। এর বিবরণ নিম্নরূপ – 
সাহসিকতার জন্য রাষ্ট্রপতি পদক পেয়েছেন ২ জন ও সাহসিকতা পদক পেয়েছে ২৭৫ জন। জীবন ও সম্পত্তি রক্ষা বা অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধী গ্রেপ্তার সহ বিভিন্ন কাজে উল্লেখযোগ্য ভূমিকার জন্য এই পদক প্রদান করা হয়। 

এই ২৭৭টি পদকের মধ্যে ১১৯টি পদক বামপন্থী সন্ত্রাসবাদ প্রভাবিত এলাকার কর্মীরা পেয়েছেন। এছাড়া জম্মু-কাশ্মীরের ১৩৩ জন ও অন্যান্য অঞ্চলের ২৫ জন কর্মী এই পুরস্কার পান। 

বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদক প্রদান করা হয়। এবার ১০২ জন এই পদক পেয়েছেন। যার মধ্যে ৯৪ জন পুলিশ সেবা, ৪ জন দমকল সেবা এবং ৪ জন নাগরিক সুরক্ষা ও হোমগার্ড সেবার জন্য সম্মানিত হয়েছেন। 


PG/PM/AS



(Release ID: 1999636) Visitor Counter : 59