কেন্দ্রীয়মন্ত্রিসভা

ভারত ও ডোমিনিকান প্রজাতন্ত্রের মধ্যে যৌথ অর্থ ও বাণিজ্য কমিটি গঠনের জন্য প্রোটোকল স্বাক্ষরে অনুমোদন মন্ত্রিসভার

Posted On: 24 JAN 2024 6:01PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ জানুয়ারি, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রক এবং ডোমিনিকান প্রজাতন্ত্রের বিদেশ মন্ত্রকের মধ্যে যৌথ অর্থ ও বাণিজ্য কমিটি গঠন (জেটকো)-সংক্রান্ত প্রোটোকল স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। 

ভারত ও ডোমিনিকান প্রজাতন্ত্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং সমস্ত ক্ষেত্রে তা ক্রমশ গভীর হচ্ছে। বর্তমানে ভারত ও ডোমিনিকান প্রজাতন্ত্রের মধ্যে ব্যবসা-বাণিজ্যের কোনও দ্বিপাক্ষিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেই। ভারত ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে সোনা আমদানি করে এবং ওষুধ পত্র, সামুদ্রিক উৎপাদনসমূহ, মোটর গাড়ি, দুই ও তিন চাকার যান প্রভৃতি রফতানি করে থাকে। 


জেটকো তৈরি হলে, ভারত ও ডোমিনিকান প্রজাতন্ত্রের মধ্যে আর্থিক বন্ধন মজবুত হবে এবং পারস্পরিক বোঝাপড়া, তথ্য, জ্ঞান ও ভাবনার আদানপ্রদানের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, যা ব্যবসা-বাণিজ্যের পথ সুগম করবে। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় বাজার ধরার ক্ষেত্রে এই প্রোটোকল কার্যকর প্রবেশদ্বার হিসেবে কাজ করবে। যৌথ কমিটি গঠনের ফলে দুই দেশেই পেশাদারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 


PG/MP/NS



(Release ID: 1999395) Visitor Counter : 131