কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

হাইড্রোকার্বন-এর ক্ষেত্রে সহযোগিতা নিয়ে ভারত ও গায়ানার মধ্যে সমঝোতা চুক্তিতে অনুমোদন মন্ত্রিসভার

Posted On: 05 JAN 2024 1:14PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৫ জানুয়ারি, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে হাইড্রোকার্বন-এর ক্ষেত্রে সহযোগিতা নিয়ে ভারত ও গায়ানার মধ্যে সমঝোতা চুক্তিতে অনুমোদন দেওয়া হয়েছে। 

প্রস্তাবিত মউ অনুযায়ী, গায়ানা থেকে অশোধিত তেল উত্তোলন সহ হাইড্রোকার্বন ক্ষেত্রে শৃঙ্খল গড়ে তোলা, তেল উত্তোলনে গায়ানায় ভারতীয় সংস্থাগুলির অংশগ্রহণ, অশোধিত তেল শোধনের ক্ষেত্রে সহযোগিতা, দ্বিপাক্ষিক বাণিজ্য শক্তিশালী করা, প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে সহযোগিতা এবং গায়ানায় তেল ও প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে নিয়মনীতি তৈরির প্রস্তাব রাখা হয়েছে এই চুক্তিতে। সেইসঙ্গে জৈব জ্বালানি, পরিবেশবান্ধব শক্তি এবং সৌরশক্তি সহ পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব রাখা হয়েছে এই চুক্তিতে।

সমঝোতা স্বাক্ষরের দিন থেকেই এই চুক্তি কার্যকর হবে এবং ৫ বছরের জন্য তা বহাল থাকবে। তারপর তা পুনর্নবীকরণ করা হবে। 

সাম্প্রতিককালে তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠেছে গায়ানা। ১১.২ বিলিয়ন ব্যারেল তেলের সন্ধান মিলেছে, যার পরিমাণ বিশ্বের তেল ও প্রাকৃতিক গ্যাসের ১৮ শতাংশ। 

PG/MP/SKD


(Release ID: 1993690) Visitor Counter : 98