সারওরসায়নমন্ত্রক
২০২৩-২৪ অর্থবর্ষে ১ হাজার কোটি টাকার বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ করল প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনা
গত ৯ বছরে এই পরিযোজনায় প্রায় ২৫ হাজার কোটি টাকা সাশ্রয়
Posted On:
20 DEC 2023 5:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ ডিসেম্বর, ২০২৩
চলতি বছরে ১ হাজার কোটি টাকার ওষুধ বিক্রি করে জেনেরিক ওষুধ বিক্রির ইতিহাসে নয়া নজির সৃষ্টি করেছে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনা (পিএমবিজেপি)। দেশের ৭৮৫টিরও বেশি জেলার জন ঔষধি কেন্দ্র থেকে ওষুধ কেনার ফলে প্রায় ৫ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে।
গত ৯ বছরে জন ঔষধি কেন্দ্রের সংখ্যা ১০০ গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে মাত্র ৮০টি এ ধরনের কেন্দ্র ছিল। এখন সেই সংখ্যা বেড়ে প্রায় ১০ হাজারে পৌঁছে গিয়েছে, যেগুলি দেশের প্রায় সব জেলাতেই ছড়িয়ে রয়েছে। প্রধানমন্ত্রী তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে দেশে ২৫ হাজার প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র স্থাপনের কথা ঘোষণা করেছিলেন।
৩০ নভেম্বর, ২০২৩-এ ঝাড়খণ্ডের দেওঘরের এইমস-এ ১০ হাজারতম জন ঔষধি কেন্দ্রের ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এবং দেশের মানুষের কাছে সহজে ওষুধ প্রাপ্তির পথ প্রশস্ত করেন।
মার্চ, ২০২৬ সালের মধ্যে সরকার দেশে ২৫ হাজার জন ঔষধি কেন্দ্র চালুর লক্ষ্যমাত্রা স্থির করেছে। সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী, দেশের সমস্ত জেলা থেকে অনলাইনে পিএমবিআই-এর সরকারি ওয়েবসাইট অর্থাৎ, www.janaushadhi.gov.in-এ আবেদনপত্র পেশ করতে বলা হয়েছে। এছাড়া, আরও বিশদে জানতে জাতীয় টোল-ফ্রি নম্বর ১৮০০ ১৮০ ৮০৮০-এ ফোন করা যেতে পারে।
এই প্রকল্পে দেশে বর্তমানে ১০ হাজারের বেশি জন ঔষধি কেন্দ্র চালু রয়েছে। পিএমবিজেপি-তে ১,৯৬৩ রকমের ওষুধ এবং ২৯৩ ধরনের সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। গুরুগ্রাম, বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি এবং সুরাতে পাঁচটি গুদাম রয়েছে। এছাড়া, প্রত্যন্ত এবং গ্রামাঞ্চলে ওষুধ সরবরাহ বজায় রাখতে গোটা দেশে ৩৬ জন ডিস্ট্রিবিউটার কাজ করছেন। পিএমবিজেপি-তে এখন আয়ুর্বেদিক ওষুধও পাওয়া যাচ্ছে এবং সাধারণ মানুষ সেখানে তাঁদের সাধ্যের মধ্যে ওষুধ কেনার সুযোগ পাচ্ছেন।
PG/MP/DM
(Release ID: 1988973)
Visitor Counter : 146