প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

শ্রী গুরু তেগ বাহাদুরজি-র আত্মবলিদান দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

Posted On: 17 DEC 2023 1:24PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর,২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী গুরু তেগ বাহাদুরজি-র আত্মবলিদান দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রী মোদী বলেছেন যে, স্বাধীনতার জন্য অতুলনীয় আত্মত্যাগ এবং মানুষের মর্যাদা রক্ষা, দয়া ও মানবতার অনুপ্রেরণাকারী শ্রী গুরু তেগ বাহাদুরজি অমর হয়ে থাকবেন।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন :

“আজ আমরা সাহস ও শৌর্যের প্রতীক শহীদ শ্রী গুরু তেগ বাহাদুরজিকে স্মরণ করছি। স্বাধীনতা ও মানুষের মর্যাদার জন্য তাঁর অতুলনীয় আত্মত্যাগ যুগ যুগ ধরে প্রতিধ্বনিত হয়ে আসছে, একতা ও দয়া নিয়ে বাঁচতে মানুষকে প্রেরণা জুগিয়ে চলেছে। তাঁর শিক্ষা, একতা ও ন্যায়পরায়ণতা, সৌভ্রাতৃত্ব ও শান্তির পথ অন্বেষণে আমাদের আলো দেখিয়েছে।”
 

PG/MP/DM


(Release ID: 1987562) Visitor Counter : 83