স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
রটনা বনাম ঘটনা
গর্ভনিরোধক সংগ্রহে ব্যর্থতার দাবি তুলে সংবাদমাধ্যমের রিপোর্ট অজ্ঞানতাপ্রসূত ও বিভ্রান্তিকর
বর্তমানে গর্ভনিরোধকের যে মজুত ভান্ডার রয়েছে তা জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচির প্রয়োজন মেটানোর পক্ষে যথেষ্ট
সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস সোসাইটি যেসব ওষুধ ও সরঞ্জাম সরকারের হয়ে কেনে, সেগুলির বরাতদান প্রক্রিয়া ও সরবরাহের ওপর কড়া নজর রাখে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
Posted On:
12 DEC 2023 10:06AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ ডিসেম্বর, ২০২৩
সম্প্রতি সংবাদমাধ্যমের একাংশে প্রচার করা হয়েছে যে, দেশের কেন্দ্রীয় ক্রয় সংস্থা সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস সোসাইটি – সিএমএসএস, পর্যাপ্ত পরিমাণে গর্ভনিরোধক কিনতে ব্যর্থ হওয়ায় ভারতের পরিবার পরিকল্পনা কর্মসূচির ওপর তার ব্যাপক প্রভাব পড়বে। এই ধরণের প্রতিবেদন সম্পূর্ণ অজ্ঞানতাপ্রসূত এবং বিভ্রান্তিকর।
সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস সোসাইটি – সিএমএসএস একটি স্বয়ংশাসিত সংস্থা। এটি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচি এবং জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচিতে কন্ডোম কেনার মূল দায়িত্ব পালন করে। চলতি বছরের মে মাসে সিএমএসএস ৫ কোটি ৮৮ লক্ষ কন্ডোম কিনেছে। বর্তমানে এর মজুত ভান্ডার এই কর্মসূচির প্রয়োজন মেটানোর পক্ষে যথেষ্ট।
বর্তমানে জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য প্রয়োজনীয় কন্ডোমের ৭৫ শতাংশ বিনামূল্যে এইচএলএল লাইফ কেয়ার লিমিটেডের কাছ থেকে পাচ্ছে। এর পরিমাণ ৬ কোটি ৬০ লক্ষ। এই কন্ডোমগুলি সরবরাহ করা হচ্ছে। বাকি ২৫ শতাংশ কন্ডোমের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সিএমএসএস-কে বরাত দেওয়া হচ্ছে। সিএমএসএস দেরি করায় কন্ডোমের ঘাটতি দেখা দিয়েছে, এই তথ্য সত্য নয়।
সিএমএসএস ইতিমধ্যেই চলতি আর্থিক বছরে বিভিন্ন ধরনের কন্ডোম কেনার জন্য টেন্ডার প্রকাশ করেছে। এগুলি চূড়ান্ত ধাপের বিভিন্ন পর্যায়ে রয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক পরিস্থিতির ওপর সর্বদাই নজর রাখছে। মন্ত্রকের পক্ষ থেকে বরাতদান প্রক্রিয়া এবং বিভিন্ন ওষুধ ও সরঞ্জাম সংগ্রহের অবস্থা নিয়ে সাপ্তাহিক পর্যালোচনা বৈঠকও করা হচ্ছে। তাই এই নিয়ে উদ্বেগের কোন কারণ নেই।
PG/SD/AS
(Release ID: 1985462)
Visitor Counter : 90