প্রধানমন্ত্রীরদপ্তর

বিকশিত ভারত সংকল্প যাত্রার সুফল পৌঁছে গেছে জম্মু ও কাশ্মীরেও

ঐ কেন্দ্রশাসিত অঞ্চলের এক মহিলা সুফলভোগীর সঙ্গে আলাপচারিতায় মিলিত হলেন প্রধানমন্ত্রী

Posted On: 09 DEC 2023 2:47PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৯ ডিসেম্বর, ২০২৩

 

আজ এখানে এক ভিডিও কনফারেন্সের মঞ্চে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুফলভোগীদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 

কেন্দ্রীয় সরকারের প্রধান প্রধান কর্মসূচিগুলির সুফল যাতে চিহ্নিত সুফলভোগীদের কাছে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার কাজ নিশ্চিত করা যায় সেই লক্ষ্যেই এই সংকল্প যাত্রার সূচনা। 

জম্মু ও কাশ্মীরের শেখ পুরার এক মহিলা সুফলভোগী শ্রীমতী নাজিয়া নাজিরের কাছে প্রধানমন্ত্রী তাঁর পরিবারের সদস্যদের সম্পর্কে জানতে চান। শ্রীমতী নাজির জানান যে তাঁর স্বামী একজন অটোচালক এবং তাঁর দুটি শিশু কেন্দ্র শাসিত জম্মু ও কাশ্মীরের সরকারি বিদ্যালয়ে পাঠরত। 

পূর্ববর্তী বছরগুলির তুলনায় তাঁর গ্রামে এখন কোন পরিবর্তন এসেছে কিনা প্রধানমন্ত্রীর এই প্রশ্নের উত্তরে শ্রীমতী নাজির বলেন যে জল জীবন মিশনের আওতায় তাঁর গ্রামে এখন পাইপ লাইনের সাহায্যে নির্মল ও বিশুদ্ধ জলের সুযোগ পৌঁছে গেছে। আগে তাঁদের অঞ্চলে জলাভাব ও জলকষ্ট ছিল নিত্যদিনের ঘটনা। উজ্জ্বলা যোজনার আওতায় রান্নার গ্যাস সংযোগের সুযোগ পাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান তিনি। এছাড়াও সরকারি স্কুলে ছেলে-মেয়েদের শিক্ষার সুযোগ এবং পিএমজিকেওয়াই কর্মসূচি আরও ৫ বছরের জন্য সম্প্রসারিত হওয়ায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রীমতী নাজির। বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রচারযানের অভিজ্ঞতা সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তরে তিনি জানান যে গ্রামের অধিবাসীরা প্রথাগত রীতি-নীতি পালনের মধ্য দিয়ে এবং কাশ্মীরের সংস্কৃতি অনুসরণ করে এই প্রচারযানটিকে স্বাগত জানিয়েছে। 

শ্রীমতী নাজিয়া নাজিরের সঙ্গে আলাপচারিতা ও কথোপকথনে আনন্দ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে কাশ্মীরে নারীশক্তির ওপর তাঁর অগাধ বিশ্বাস ও আস্থার কথাও ব্যক্ত করেন তিনি। শ্রীমতী নাজিরকে তিনি বলেন, "আপনার এই উৎসাহ ও উদ্দীপনা আমাকে আরও শক্তি যোগাবে।"

প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচারাভিযান জম্মু ও কাশ্মীরে যেভাবে সমাদৃত হয়েছে তাতে এক ইতিবাচক বার্তা পৌঁছে গেছে দেশের অবশিষ্ট অঞ্চলগুলিতে। এই সাফল্যকে নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের এক গ্যারান্টি বলে বর্ণনা করেন তিনি। দেশের উন্নয়নের কাজে দেশবাসী যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন তাতে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশ গঠনের কাজে জম্মু ও কাশ্মীর বাসীর অবদানেরও ভূয়সী প্রশংসা করেন তিনি। 

PG/SKD/AS/



(Release ID: 1984831) Visitor Counter : 34