কেন্দ্রীয়মন্ত্রিসভা
দেশের রপ্তানিকারকদের সুবিধার্থে সুদের ক্ষেত্রে সমতা রক্ষার কর্মসূচিকে অব্যাহত রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
বাণিজ্যিক সংস্থা ও শিল্পক্ষেত্রগুলির রপ্তানির আগে ও পরে সুদের ক্ষেত্রে টাকার হারে সমতা রক্ষার জন্য ৩০ জুন, ২০২৪ পর্যন্ত ২,৫০০ কোটি টাকার অতিরিক্ত সংস্থান
Posted On:
08 DEC 2023 8:33PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর,২০২৩
আগামী ৩০ জুন, ২০২৪ পর্যন্ত সুদের ক্ষেত্রে সমতা বজায় রাখতে অতিরিক্ত ২,৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবটিতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বলা হয় যে এর ফলে চিহ্নিত ক্ষেত্রগুলির রপ্তানিকারক তথা সবক’টি ক্ষুদ্র, মাঝারি ও অণু শিল্পক্ষেত্রের রপ্তানিকারকদের পণ্য পাঠানোর আগে ও তার পরে রপ্তানি মূল্যের ক্ষেত্রে টাকার প্রতিযোগিতামূলক হার নিশ্চিত করার কাজে সুবিধা হবে।
মন্ত্রিসভার এই সিদ্ধান্তে বলা হয়েছে যে আগামী ৩০ জুন, ২০২৪ পর্যন্ত ৪১০টি মূল্য তালিকা অনুযায়ী রপ্তানি ব্যবসায়ীরা এবং ক্ষুদ্র, মাঝারি ও অণু শিল্পক্ষেত্রের সকল রপ্তানিকারক যথাক্রমে ২ শতাংশ এবং ৩ শতাংশ হারে সুদের ক্ষেত্রে এই সমতা রক্ষার সুযোগ লাভ করবেন।
এই কর্মসূচিটি বাস্তবায়িত হবে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের মাধ্যমে এবং এটির রূপায়ণের মূল দায়িত্ব পালন করবে ভারতের শীর্ষ ব্যাঙ্ক। ডিজিএফটি এবং আরবিআই যুগ্মভাবে একটি পরামর্শদান সম্পর্কিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই কর্মসূচি রূপায়ণের যৌথ তদারকির দায়িত্ব পালন করবে।
প্রসঙ্গত উল্লেখ্য, সুদের সমতা রক্ষার ক্ষেত্রে বর্তমানে যে ৯,৫৩৮ কোটি টাকার বরাদ্দ সংস্থান রয়েছে, এই ২,৫০০ কোটি টাকা হবে তার অতিরিক্ত।
সরকারের এই বিশেষ কর্মসূচিটির কাজ শুরু হয় ২০১৫-র এপ্রিলে। সূচনায়, এটি ৩১ মার্চ, ২০২০ অর্থাৎ, পাঁচ বছর পর্যন্ত কার্যকর করা হয়। পরে, এই কর্মসূচি রূপায়ণের কাজ ভবিষ্যতেও অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।
গত তিন বছরে এই কর্মসূচি রূপায়ণ সম্পর্কিত বিশদ তথ্য ও পরিসংখ্যান এখানে সারণীর আকারে তুলে দেওয়া হল –
ক্রমিক সংখ্যা
|
অর্থবর্ষ
|
বাজেট বরাদ্দ (কোটি টাকায়)
|
প্রকৃত ব্যয়
(কোটি টাকায়)
|
১
|
২০২১-২২
|
৩,৪৮৮
|
৩,৪৮৮ (বকেয়া সমেত)
|
২
|
২০২২-২৩
|
৩,১১৮
|
৩,১১৮
|
৩
|
২০২৩-২৪
|
২,৯৩২
|
২,৬৪১.২৮ (৩০.১১.২০২৩ পর্যন্ত)
|
PG/SKD/DM
(Release ID: 1984424)
Visitor Counter : 91
Read this release in:
Telugu
,
Kannada
,
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Malayalam