গ্রামোন্নয়নমন্ত্রক
প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণের আওতায় সুবিধাভোগীরা
Posted On:
05 DEC 2023 4:59PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৫ ডিসেম্বর ২০২৩
গ্রামীণ এলাকায় ‘সকলের জন্য গৃহ’ এই লক্ষ্য পূরণের জন্য গ্রামোন্নয়ন মন্ত্রক ২০১৬ সালের পয়লা এপ্রিল গ্রামোন্নয়ন মন্ত্রক প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ-এর সূচনা করেন। ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে এই প্রকল্পের আওতায় ২.৯৫ কোটি পাকা বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সুবিধাভোগীদের জন্য ইতিমধ্যে ২.৯৪ কোটি বাড়ি মঞ্জুর করা হয়েছে। ২০২৩-এর ২৯ নভেম্বর পর্যন্ত ২.৫০ কোটি বাড়ি তৈরি হয়েছে। মন্ত্রক ২০২৪-এর ৩১ মার্চের মধ্যেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছোবে বলে আশাবাদী। ২০২২-২৩ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ১১ লক্ষ ৬ হাজার ৮৩২টি বাড়ি অনুমোদন করা হয়েছে। ত্রিপুরার জন্য ২০২২-২৩ অর্থবর্ষে ৫১ হাজার ৮৭২টি বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।
লোকসভায় আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান।
PG/PM/AS
(Release ID: 1982914)
Visitor Counter : 149