প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

উদ্ধারকাজে সাফল্য অর্জিত হওয়ায় সকলে আবেগপ্লুত হয়ে পড়েছেন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী উত্তরকাশির সুড়ঙ্গে উদ্ধারকাজে যুক্ত সংশ্লিষ্ট সকলের উদ্যমকে প্রণাম জানিয়েছেন

উদ্ধারকাজের সাফল্যে সকলে আবেগপ্লুত : প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী উদ্ধার হওয়া শ্রমিকদের সাহস ও ধৈর্য্যের প্রশংসা করেছেন

শ্রমিক ভাইদের সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি

Posted On: 28 NOV 2023 11:50PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ নভেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরকাশির সুড়ঙ্গে উদ্ধারকাজে যুক্ত সংশ্লিষ্ট সকলের উদ্যমকে প্রণাম জানিয়েছেন। 

শ্রী মোদী বলেছেন, সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের সাফল্যে সকলে আবেগপ্লুত। তিনি উদ্ধার হওয়া শ্রমিকদের সাহস ও ধৈর্য্যের প্রশংসা করেছেন এবং তাঁদের সুস্বাস্থ্য কামনা করেন। এই উদ্ধারকাজের সঙ্গে যুক্ত সকলে দলগতভাবে মানবিক কোনো উদ্যোগে কাজ করার ক্ষেত্রে এক নজির সৃষ্টি করেছেন। 

সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বলেছেন ;

“উত্তরকাশিতে আমাদের শ্রমিক ভাইদের উদ্ধারকাজে সাফল্য সকলকে আবেগপ্লুত করে তুলেছে। 

সুড়ঙ্গের মধ্যে যাঁরা আটকে ছিলেন, তাঁদের বলি, আপনারা যে সাহস ও ধৈর্য্যের পরিচয় দিয়েছেন, তা সকলের জন্য অনুপ্রেরণাদায়ক। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও কুশল কামনা করি।

দীর্ঘ প্রতীক্ষার পর এখন আমাদের এই বন্ধুরা তাঁদের প্রিয়জনদের সঙ্গে মিলিত হচ্ছেন যা খুবই আনন্দের। উদ্ধার হওয়া শ্রমিকদের নিকটাত্মীয়রা সংকটের এই সময়ে যে সাহস ও সংযমের পরিচয় দিয়েছেন তা অত্যন্ত প্রশংসার যোগ্য।

আমি এই উদ্ধারকাজের সঙ্গে যুক্ত প্রত্যেককে প্রনাম জানাই। তাঁদের কৌশল এবং সংকল্প পূরণের মানসিকতার জন্যই আমাদের শ্রমিক ভাইরা নতুন জীবন ফিরে পেয়েছেন। এই অভিযানের সঙ্গে যুক্ত সকলে দলগতভাবে মানবিক কোনো উদ্যোগে কাজ করার ক্ষেত্রে অনন্য এক নজির সৃষ্টি করেছেন।”
    


PG/CB/NS….


(Release ID: 1981222) Visitor Counter : 82