পর্যটনমন্ত্রক
ভারতকে আন্তর্জাতিক স্তরে সম্মেলন ও প্রদর্শনী আয়োজনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পর্যটন মন্ত্রকের গোলটেবিল বৈঠকের উদ্যোগ
Posted On:
28 NOV 2023 11:33AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ নভেম্বর, ২০২৩
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ভারতকে আন্তর্জাতিক স্তরে সম্মেলন ও প্রদর্শনী আয়োজনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হয়েছে। আগামী ৩০ নভেম্বর নতুন দিল্লির ভারত মণ্ডপম-এ এই উপলক্ষে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।
জি-২০ গোষ্ঠীর সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় দেশের ৫৬টি শহরে ২০০-র বেশি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকগুলিতে এ দেশে বিভিন্ন সম্মেলন ও প্রদর্শনী আয়োজনের পরিকাঠামোর কথা দেশ-বিদেশের মানুষ জানতে পারেন। মিটিংস, ইনসেন্টিভস, কনফারেন্সেস অ্যান্ড একজিবিশন্স – ‘মাইস’-এর কেন্দ্র হিসেবে আন্তর্জাতিক স্তরে দেশকে উপস্থাপিত করার জন্য পর্যটন মন্ত্রক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। জি-২০ সভাপতিত্বকালে ভারতে অনুষ্ঠিত বৈঠকগুলিতে এ দেশে বিভিন্ন সম্মেলন ও প্রদর্শনী আয়োজন করার ক্ষেত্রে দেশ-বিদেশের সংস্থাগুলির মধ্যে আগ্রহ নজরে এসেছে।
৩০ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে ‘মাইস’ শিল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে একটি জাতীয় কৌশল ও পরিকল্পনার রূপরেখা তৈরি করা হবে। এক্ষেত্রে কেন্দ্রীয়, রাজ্য এবং শহরগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক স্তরে ভারত ‘মাইস’ শিল্পের কেন্দ্র হয়ে উঠবে।
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক শহরাঞ্চলে ‘মাইস প্রোমোশন ব্যুরো’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এর জন্য সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে পরামর্শ ও মতামত চাওয়া হয়েছে। একটি জায়গাতেই যাতে বিভিন্ন সম্মেলন বা প্রদর্শনী আয়োজন করার জন্য সব ধরনের অনুমতি পাওয়া যায়, তার জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। এছাড়াও, ‘মিট ইন ইন্ডিয়া’ ব্র্যান্ডের প্রচার চালানো হবে। বিভিন্ন রাজ্য এবং শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ অংশীদারিত্বে সামাজিক মাধ্যমে এই প্রচারাভিযান চলবে। প্রস্তাবিত গোলটেবিল বৈঠকটিতে দেশে ‘মাইস’ শিল্পের উন্নয়নে সকল পক্ষের কাছ থেকে মতামত চাওয়া হবে।
PG/CB/DM/…
(Release ID: 1980377)
Visitor Counter : 94