স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিকশিত ভারত সংকল্প যাত্রা

Posted On: 27 NOV 2023 1:20PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭ নভেম্বর, ২০২৩

 

সারা দেশে কেন্দ্রীয় সরকারি কর্মসূচিগুলির সুফল প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে ১৫ নভেম্বর ঝাড়খণ্ডের খুঁটি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছিলেন। বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে তাৎক্ষণিক সুবিধা প্রদান করতে গ্রাম পঞ্চায়েতগুলিতে আইইসি ভ্যান যেখানে যেখানে বিরতি দিয়েছে সেখানেই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।

২০২৩-এ ২৬ নভেম্বর পর্যন্ত ৯৯৫টি গ্রাম পঞ্চায়েতে ৫ হাজার ৪৭০টি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সেখানে হাজির হন ৭ লক্ষ ৮২ হাজারেরও বেশি মানুষ।

স্বাস্থ্য শিবিরে নিম্নলিখিত কার্যাবলী পরিচালিত হয় :

স্বাস্থ্য ও পরিকারকল্যাণ মন্ত্রকের ফ্ল্যাগশিপ কর্মসূচি আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আয়ুষ্মান অ্যাপ ব্যবহার করে আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়। সুবিধা প্রাপকদের মধ্যে কার্ড বিতরণ করা হয়। ১২ দিনে শিবিরগুলিতে ৯ লক্ষ ৩৫ হাজার ৯৭০টির বেশি আয়ুষ্মান কার্ড তৈরি করা হয় এবং ১ লক্ষ ৭ হাজারের বেশি কার্ড বিতরণ করা হয়।

যক্ষ্মা নির্ধারণের জন্য যেখানে সুবিধা হয়েছে সেখানেই এনএএটি মেশিন ব্যবহার করে এবং রোগলক্ষণ দেখে ও থুতু পরীক্ষার মাধ্যমে যক্ষ্মা নির্ধারণের কাজ চলে। যাঁদের টিবি আছে বলে মনে করা হয়েছে তাঁদের ভালো হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ১২ দিনে ১ লক্ষ ৯৫ হাজারের বেশি মানুষের পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৯ হাজার ৫০০-র বেশি মানুষকে সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের অধীনে নিক্ষয় মিত্র থেকে সহায়তা দেওয়ার জন্য টিবি রোগীদের কাছ থেকে সম্মতি গ্রহণ করা হয়। ১২ দিনে ১১ হাজার ৫০০-র বেশি রোগী সম্মতি দেন এবং ৫ হাজার ৫০০-র বেশি মানুষ নতুন নিক্ষয় মিত্র হিসেবে নথিভুক্ত হন। ৩ হাজার ৩৭১ জন সুবিধা প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার নম্বর সংগ্রহ করা হয়।

জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে ৪০ বছর বয়স পর্যন্ত মানুষের পয়েন্ট অফ কেয়ার পরীক্ষা অথবা সলিউবিলিটি পরীক্ষার মাধ্যমে সিকল সেল ডিজিজ নির্ধারণ করা হয়। ১২ দিনে ৫৪ হাজার ৭৫০ জনের বেশি মানুষের পরীক্ষা হয়। তার মধ্যে রোগাক্রান্ত ২ হাজার ৯৩০ জনকে উচ্চতর সরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। 

ছোঁয়াচে নয় এমন রোগের জন্য ৩০ বছর এবং তদূর্ধ্ব মানুষের উচ্চ রক্তচাপ এবং মধুমেহ রোগের পরীক্ষা করা হয়। যাঁদের উচ্চ রক্তচাপ আছে বা মধুমেহ আছে তাঁদের উচ্চতর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। ১২ দিনে উচ্চ রক্তচাপ এবং মধুমেহর জন্য প্রায় ৫ লক্ষ ৫১ হাজার মানুষের পরীক্ষা করা হয়। ৩১ হাজারের বেশি মানুষের উচ্চ রক্তচাপ আছে বলে নির্ধারিত হয়। ২৪ হাজারের মানুষের মধুমেহ আছে বলে নির্ধারিত হয়। ৪৮ হাজার ৫০০-র বেশি মানুষকে উচ্চতর সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

PG/AP/SKD


(Release ID: 1980271) Visitor Counter : 486