তথ্যওসম্প্রচারমন্ত্রক
গোয়ায় ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মাঝে আগামীকাল দেখানো হবে তুরস্কের ছবি “অ্যাবাউট ড্রাই গ্রাসেস”
গোয়া, ২৩ নভেম্বর, ২০২৩
গোয়ায় ৫৪ তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাঝে আগামীকাল তুরস্কের নামজাদা চিত্র পরিচালক নুরি বিলজে সেলনের “অ্যাবাউট ড্রাই গ্রাসেস” দেখানো হবে। মনমুগ্ধকর গল্প, অসাধারণ অভিনয়ে এই ছবি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। সাম্প্রতিক ২০২৩-র কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর খেতাব জিতেছে এই ছবি।
কান চলচ্চিত্র উৎসব ২০২৩, টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩, কার্লোভি ভেরি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩, বুশন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এবং সাও পালো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ সহ বিশ্ব জুড়ে মর্যাদাপূর্ণ নানা চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যেই “অ্যাবাউট ড্রাই গ্রাসেস” স্বীকৃতি পেয়েছে। এই ছবির টান টান গল্প দর্শকদের এক সূত্রে গেঁথেছে এবং চলচ্চিত্রের আঙিনায় তাকে আলাদা জায়গা করে দিয়েছে।
পানাজিতে আগামীকাল বিকেল সাড়ে ৫ টায় আইনক্স স্ক্রিন-১-এ “অ্যাবাউট ড্রাই গ্রাসেস” দেখানো হবে। প্রদর্শনীর সময় এই চলচ্চিত্রের কলাকুশলীদের সম্মান জানানো হবে।
সামান্য কথায় এই ছবির গল্প
এক তরুণ শিক্ষকের আকাঙ্খাকে ঘিরে এই ছবির গল্প আবর্তিত হয়েছে। সেই শিক্ষকের মনে গতানুগতিক বাধ্যতামূলক দায়িত্ব পালনের শেষে ছোট গ্রামের চৌহদ্দি পেরিয়ে যাওয়ার এক তীব্র যাতনা ভিড় করে। আপাত নিরাশাজনক জীবনে হতাশার মুখোমুখি হয়ে গল্পের নায়কের জীবনে এক মোড় আসে। নুরি নামে বন্ধুবৎসল সহকর্মীর সাহায্যে তার জীবনের এক আকস্মিক পরিবর্তন গল্পকে অনন্য মাত্রা দেয়।
পরিচালক নুরি বিলজে সেলন
১৯৫৯ সালে ইস্তানবুলে নুরি বিলজে সেলনের জন্ম। তিনি দেশের প্রথম সারির চলচ্চিত্র পরিচালকদের মধ্যে অন্যতম। ১৯৯৫ সালে কোজা নামে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে তাঁর হাতে খড়ি। কান চলচ্চিত্র উৎসবে তা প্রতিদ্বন্দ্বিতার আসরে ছিল। পরবর্তীকালে তার ছবি কাসাবা ১৯৯৮-এ বার্লিন চলচ্চিত্র উৎসবে ক্যালিগ্যারি পুরস্কার জেতে। ২০০৩-এ তাঁর ছবি উজাক(ডিসট্যান্ট) কান-এ গ্র্যান্ড প্রিকস এবং শ্রেষ্ঠ অভিনেতার খেতাব জেতে। এছাড়াও তাঁর ছবি উইন্টার স্লিপ ২০১৪ সালে ৬৭ তম কান চলচ্চিত্র উৎসবে পালমে ডি’অর খেতাব জেতে। তুরস্কের পক্ষ থেকে “অ্যাবাউট ড্রাই গ্রাসেস” সহ সেলানের ৬ টি ছবি শ্রেষ্ঠ আন্তর্জাতিক কাহিনী চিত্র হিসেবে অ্যাকাডেমি পুরস্কারে মনোনয়নের জন্য জমা পড়েছে।
আরো বিস্তারিত জানতে নিম্নলিখিত লিংকে ক্লিক করুন-https://iffigoa.org/best-of-iffi-midfest-film-2023/en
PG/AB/SG
(Release ID: 1979150)
Visitor Counter : 109