তথ্যওসম্প্রচারমন্ত্রক

৫৪তম আইএফএফআই-এ মণিপুরী ছবি অ্যান্ড্রো ড্রিমস দিয়ে ইন্ডিয়ান প্যানোরমা অ-কাহিনী চিত্র বিভাগের সূচনা

এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত ও সম্মানিত: অভিনেতা লাইবি ফানজৌবাম


অ্যান্ড্রো ড্রিমস মণিপুরের মানুষের কাহিনী, যা কেউ শোনেনি এবং কখনও মিডিয়ার নজরে আসেনি: পরিচালক মীনা লংজাম

Posted On: 22 NOV 2023 12:10PM by PIB Kolkata

গোয়া ২২ নভেম্বর, ২০২৩

 

উত্তর পূর্বের রাজ্য মণিপুরের এক প্রত্যন্ত গ্রাম, যা অ্যান্ড্রোর বাসস্থান হিসেবে পরিচিত। সেখানে একটি হস্ত ও বয়ন শিল্পের দোকান চালান শ্রীমতি লাইবি ফানজৌবাম। সামনের দিক থেকে দেখলে, দোকানটিকে অত্যন্ত সাধারণ বলেই মনে হতে পারে। শ্রীমতি লাইবি ফানজৌবাম কিন্তু সাধারণ মহিলা নন। পিতৃতান্ত্রিক ঘেরাটোপ, আর্থিক প্রতিকূলতা এবং তাঁর গ্রামের মানুষের গোঁড়ামির বিরুদ্ধে লড়াই চালিয়ে তিনি গড়ে তুলেছেন মহিলাদের একটি ফুটবল দল।


তাঁর এই অনন্য কাহিনী নিয়ে একটি ছোট কাগজে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যা জাতীয় পুরস্কারজয়ী পরিচালক শ্রীমতি মীনা লংজামের নজরে পড়ে। আজ এই কাহিনী অ্যান্ড্রো ড্রিমস নামে রূপালি পর্দায় উঠে এসেছে। তথ্য চিত্রটি লাইবির ওপরই তৈরি এবং অ্যান্ড্রো মহিলা মন্ডল অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব নামে তিন দশকের পুরনো মহিলাদের একটি ফুটবল ক্লাব রয়েছে তাঁর। এই ক্লাবেরই সবচেয়ে প্রতিশ্রুতিবান ফুটবলার নির্মলা ইতিমধ্যে তাঁর লড়াই-এর জন্য সবার নজর কেড়ে নিয়েছেন। 


৬৩ মিনিটের মণিপুরী তথ্যচিত্র অ্যান্ড্রো ড্রিমস দিয়েই ৫৪তম আইএফএফআই-এ ভারতীয় প্যানোরমার অ-কাহিনী চিত্র বিভাগের সূচনা হয়েছে। তথ্যচিত্রটির পরিচালক, প্রযোজক এবং অভিনেতা তিনজনই নারী।


লাইবি ফানজৌবামের অনুপ্রেরণামূলক এই কাহিনী সম্পর্কে বলতে গিয়ে পরিচালক লংজাম বলেন, লাইবি হলেন তাঁর পরিবারের চতুর্থ কন্যা সন্তান, যাঁকে তাঁর পরিবারের লোকজন প্রায়ই অসম্মানের চোখে দেখতেন। তা সত্বেও তাঁর গ্রামে প্রথম মহিলা হিসেবে ম্যাট্রিক পাশ করেন এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হয়েছিলেন। তাঁর গ্রামে হস্ত ও বয়ন শিল্পের একটি দোকানও প্রতিষ্ঠা করেন।


এই তথ্যচিত্র নিয়ে তাঁর সন্তুষ্টির কথা জানান লাইবি ফানজৌবাম। ছবিটিতে তাঁর জীবনের বাস্তব কাহিনী ও সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। 

গোয়ায় অনুষ্ঠিত ৫৪তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পিআইবি আয়োজিত এক সাংবাদিক বৈঠকে লংজাম বলেন, “এটি হল এমন এক কাহিনী যা কেউ শোনেনি এবং কখনও মিডিয়ার নজরে আসেনি।” মণিপুরের অবহেলিত মানুষের জীবন কাহিনী তুলে ধরতে গিয়ে তিনি ঘটনাক্রমে পরিচালক হয়ে উঠেছেন বলে মন্তব্য করেন শ্রীমতি মীনা। সিনেমা জগতের কিংবদন্তী মীনা লংজাম হলেন প্রথম মণিপুরী মহিলা, যিনি তাঁর “অটো ড্রাইভার” ছবির জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। 

২০-২৮ নভেম্বর পর্যন্ত গোয়ায় অনুষ্ঠেয় ৫৪তম আইএফএফআই-এ এ বছর ২৫টি কাহিনী চিত্র এবং ২০টি অ-কাহিনী চিত্র দেখানো হবে।
ভারতীয় ছবির পাশাপাশি এদেশের সমৃদ্ধ ঐতিহ্য ও পরম্পরা তুলে ধরতে ১৯৭৮ সালে আইএফএফআই-এ ভারতীয় প্যানোরমা বিভাগ চালু করা হয়। তখন থেকেই ভারতীয় প্যানোরমা বিভাগে বছরের সেরা ছবিগুলিই প্রদর্শিত হয়ে আসছে। 
মিডিয়া সঙ্গে কথোপকথন দেখতে হলে, এখানে ক্লিক করুন:
 https://www.youtube.com/watch?v=l_l_hm3kQz0

PG/MP/CS



(Release ID: 1978772) Visitor Counter : 64