তথ্যওসম্প্রচারমন্ত্রক
মিডিয়া ও বিনোদন ক্ষেত্রে তরুণদের সামনে অতুলনীয় সুযোগ এনে দিয়েছে সিএমওটি
৫৪তম আইএফএফআই-এ ’৪৮ ঘন্টার ফিল্ম চ্যালেঞ্জ’-এর সূচনা
গোয়া ২১ নভেম্বর, ২০২৩
ভারত সরকার চলচ্চিত্র জগতে কর্মসংস্থান, দেশের অর্থ ব্যবস্থাকে চাঙ্গা করা, অনন্য প্রতিভাধর শিল্পীদের পৃষ্ঠপোষকতা এবং তরুণদের দক্ষতা অর্জনে উৎসাহিত করতে অঙ্গীকারবদ্ধ। '৭৫ ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমোরো’ (সিএমওটি) জয়ীদের জন্য '৪৮ ঘন্টার ফিল্ম চ্যালেঞ্জ’-এর সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর। কঠোর বিচার প্রক্রিয়ার মাধ্যমে ৭৫ জন শীর্ষ প্রতিযোগীকে বেছে নেওয়ার জন্য ‘৭৫ ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমোরো’-র ভূমিকার প্রশংসা করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে থাকা তরুণ প্রতিভাকে খুঁজে বার করা এবং উৎসাহিত করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের অংশীদার হিসেবে কাজ করে চলেছে সিএমওটি। এই বছর বিষ্ণুপুর (মণিপুর), জগৎসিংপুর (ওড়িশা) এবং সর্দারপুর (মধ্যপ্রদেশ) সহ দেশের ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৭৫ জন সৃজনশীল শিল্পীকে বেছে নেওয়া হয়েছে।
শ্রী ঠাকুর গত বছরের সিএমওটি-তে তামিলনাড়ু থেকে বেছে নেওয়া এক তরুণীর কথা উল্লেখ করেন। তিনি বলেন, “ওই তরুণীর বাবা-মা প্রাথমিকভাবে তাঁকে গোয়ায় পাঠানোর ব্যাপারে নিশ্চিত ছিলেন না। সিএমওটি-তে বাছাই প্রক্রিয়া এবং ব্যাপক সুবিধার কথা জানতে পেরে তাঁরা তাঁদের কন্যাকে স্বপ্নের পিছনে ছোটার জন্য উৎসাহিত করেন। ওই তরুণী এবং তাঁর সঙ্গীরা গত বছর ২,২৫,০০০ টাকা জিতে নেন। 'ডিয়ার ফিউচার' নামে ছবিটিতে আগামী দিনগুলিতে মহিলাদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হয়েছে।”
গত বছরের সিএমওটি-তে সফল অংশগ্রহণকারীদের সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। এর মধ্যে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত সুবর্ণা দাশের অ্যানিমেটেড ছবিটির কথা উল্লেখ করেন তিনি। এ বছরের আইএফএফআই-এ ভারতীয় প্যানোরমা বিভাগে এই ছবিটি দেখানো হবে। ছবিটির সম্পাদনার জন্য ভাস্কর বিশ্বনাথন এবং দিগন্ত বোসের প্রশংসা করেন তিনি।
সিনেমা তৈরি শুধুমাত্র কোনও বিষয়বস্তুর সৃষ্টি নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিপণন এবং বিপুল সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিও। এ ব্যাপারে এই শিল্পের সঙ্গে যুক্ত তরুণদের মধ্যে সহযোগিতার বাতাবরণ গড়ে তুলতে এ বছরের উৎসবে ‘ট্যালেন্ট ক্যাম্প’-এর আয়োজন করা হচ্ছে বলে জানান শ্রীঠাকুর। এই শিবিরে বিভিন্ন নামী নির্মাতা সংস্থা, স্টুডিও এবং ওটিটি প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে ৭৫ জন সৃজনশীল ব্যক্তি আলোচনা এবং মতবিনিময় করবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শর্টস টিভি-র সিইও এবং প্রতিষ্ঠাতা কার্টার পিলচার, ইউরোপীয়ান ফিল্ম মার্কেট-এর অধিকর্তা ডেনিস রুহ, দ্য আর্কাইভস-এর কার্যনির্বাহী প্রযোজক জোন গোল্ডওয়াটার, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত সচিব নীরজা শেখর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব (ফিল্ম) এবং এনএফডিসি-র ম্যানেজিং ডিরেক্টর প্রিথুল কুমার প্রমুখ।
ফিল্ম চ্যালেঞ্জ-এর অংশ হিসেবে ৭৫ জন সিএমওটি অংশগ্রহণকারীকে ৫টি দলে ভাগ করা হয়েছে। এঁরা ৪৮ ঘন্টার মধ্যে ‘মিশন লাইফ’-এর ওপর স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করবেন।
PG/MP/CS
(Release ID: 1978699)