ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
azadi ka amrit mahotsav

খোলা বাজার বিক্রয় প্রকল্প (ঘরোয়া) – এর আওতায় ২১তম ই-নিলামে ২ হাজার ৩৩৪ জন ২.৮৪ লক্ষ মেট্রিক টন গম এবং ৫ হাজার ৮৩০ মেট্রিক টন চাল কিনেছেন

प्रविष्टि तिथि: 16 NOV 2023 1:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ নভেম্বর, ২০২৩ 


খোলা বাজারে চাল, গম ও আটার খুচরো মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভারত সরকার চাল ও গমের সাপ্তাহিক ই-নিলামের ব্যবস্থা করেছিল। এর আওতায় ১৫ নভেম্বর, ২০২৩ তারিখে ২১তম ই-নিলামে খোলা বাজারে ৩ লক্ষ মেট্রিক টন গম এবং ১.৭৯ লক্ষ মেট্রিক টন চাল বিক্রয়ের জন্য আনা হয়েছিল। সেখান থেকে ২ হাজার ৩৩৪ জন ২.৮৪ লক্ষ মেট্রিক টন গম এবং ৫ হাজার ৮৩০ মেট্রিক টন চাল কিনেছেন। 
২.৫ লক্ষ মেট্রিক টন গম কেন্দ্রীয় ভান্ডার/এনসিসিএফ/নাফেড – এর মতো সমবায় সংস্থা ও আধা-সরকারি প্রতিষ্ঠানে বন্টন করা হয়েছে। এই গম থেকে তৈরি আটা ভারত আটা ব্র্যান্ডের আওতায় জনগণের কাছে বিক্রি করা হবে। এর বিক্রয় মূল্য প্রতি কেজি ২৭ টাকা ৫০ পয়সার বেশি হবে না। তিনটি সমবায় সংস্থা ১৪ নভেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত ১৫ হাজার ৩৩৭ মেট্রিক টন গম সংগ্রহ করেছে। 
মজুত রুখতে সারা দেশে অবিরাম তল্লাশি চালানো হচ্ছে এবং বিক্রেতাদের ওএমএসএস (ডি) – এর আওতায় ১৪ নভেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত গম বিক্রি করা থেকে বিরত রাখা হয়। 

PG/PM/SB


(रिलीज़ आईडी: 1977522) आगंतुक पटल : 112
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Tamil , Telugu