তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে ফিল্ম বাজারের সুপারিশ করা ১০টি ছবির নাম ঘোষিত

Posted On: 11 NOV 2023 1:36PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ নভেম্বর, ২০২৩

 

ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে বহু প্রতীক্ষিত ১০টি বিশেষ চলচ্চিত্রের তালিকা অবশেষে ঘোষিত হল ফিল্ম বাজারের পক্ষ থেকে। এবছর উৎসবের আবহে যে ১০টি ছবির সুপারিশ করা হয়েছে তার মধ্যে রয়েছে স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র, হরর ফিল্ম এবং অ্যানিমেটেড ছবির একটি বৈচিত্রপূর্ণ সম্ভার। ছবির মূল বিষয়গুলির মধ্যে রয়েছে দেশ-বিদেশের ভারতীয় জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা - যেমন দারিদ্র্য, শহরাঞ্চলের সমস্যা, জলবায়ু সঙ্কট, জাতীয়তাবাদ এবং ক্রীড়া ও ফিটনেস। ইংরেজি, হিন্দি, বাংলা, মাড়োয়ারি, কন্নড় এবং মাওরি (নিউজিল্যান্ডের ভাষা)-তে ছবিগুলি নির্মিত। এগুলির স্থিরচিত্র দেখা যাবে একটি নির্দিষ্ট লিঙ্কে। 

যে তালিকাটি ফিল্ম বাজারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, তার মধ্যে কয়েকটি সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া হল - 

কাল্পনিক কাহিনীচিত্র (স্বল্প দৈর্ঘ্যের): 

১) অনু (১৪ মিনিটের): পরিচালক পুলকিত অরোরা - এই ছবিটি ইংরেজি, হিন্দি ও মাওরি ভাষায় নির্মিত। ছবিটির বিষয় হল - এক বিধবা মহিলাকে কেন্দ্র করে যিনি নিউজিল্যান্ড থেকে ভারতে এসে পৌঁছেছেন। মাত্র এক বছর আগে তিনি হারিয়েছেন তাঁর স্বামীকে । কিন্তু সুদূরের সঙ্কট কিভাবে তাঁর সুখ ও দুঃখের মাত্রাকে আরও বাড়িয়ে তোলার পরেও তিনি তার মোকাবিলা করেছিলেন তারই একঝলক এই ছবির কাহিনীর মূল প্রতিপাদ্য বিষয়।

২) রোটি কুন বানাসি অর্থাৎ হু উইল বেইক দ্য ব্রেড (২৫ মিনিটের) : পরিচালক চন্দন সিং শেখাওয়াত (মাড়োয়ারি) - রাজস্থানের এক গ্রামীণ পারিবারিক পটভূমিকায় ছবিটি নির্মিত। পিতৃতান্ত্রিকতা এবং পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার কুফল এই ছবিটিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সঙ্গে গৃহবন্দী গ্রামীণ মহিলাদের দুঃখ, বেদনা, আশা-আকাঙ্খা এবং জীবন সংগ্রাম খুব নিপুণভাবে প্রতিফলিত হয়েছে পরিচালক, অভিনেতা, অভিনেত্রী এবং শিল্পী ও কারিগরদের সুচারু দক্ষতায়। 

৩) টুইসডেস উইমেন (২৯মিনিটের) : পরিচালক ইমাদ শাহ্ (ইংরেজি) - এই ছবিটিতে মানুষকে ঘিরে তৈরি এমন এক জগতের কথা বলা হয়েছে যেখানে প্রাত্যহিকতার মধ্যেও মাঝেমধ্যে এমন কিছু ঘটনা ঘটে থাকে যা আমাদের কোনকিছু সম্পর্কে নতুন করে ভাবনা-চিন্তা করতে বাধ্য করে। 

৪) গিধ (২৫ মিনিটের) : পরিচালক মণীশ সাইনি (হিন্দি) - ছবিটিতে এক বৃদ্ধের রুজি-রোজগারের তাগিদে কঠিন জীবন সংগ্রামের কাহিনী বিধৃত হয়েছে। 

৫) গোপী (১৪ মিনিটের) :  পরিচালক নিশান্ত গুরুমূর্তি (কন্নড়) - এই ছবির একটি মূল চরিত্র গোপী সিদ্দি মধ্যবয়সী এক নারী, যিনি আফ্রিকায় বসবাসকারী দক্ষিণ ভারতীয় সিদ্দি সম্প্রদায়ের একজন বলে নিজেকে মনে করেন। কিন্তু পরিবেশগত প্রতিকূলতার মধ্যে নিজের স্থান খুঁজে নিতে তাঁকে যথেষ্ট সংগ্রাম করে যেতে হয়। 

৬) আয়রন উইমেন অফ মণিপুর (২৬ মিনিটের) :  পরিচালক হাওবান পবন কুমার (মণিপুরি / ইংরেজি) - ছবিটিতে ভারতের ক্রীড়াব্যক্তিত্বদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মূলত ভারতের ক্রীড়া জগতে মহিলাদের স্থান, অবস্থান এবং বিকাশ প্রচেষ্টাকে ঘিরেই ছবিটি নির্মিত হয়েছে। যেসমস্ত ভারতীয় মহিলা দেশ-বিদেশের ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে পুরস্কার ও খেতাব অর্জন করেছেন, তাঁদের প্রতি দেশবাসীর শ্রদ্ধা প্রদর্শনের স্মারক হিসেবে ছবিটি সমাদৃত হবে বলে আশাকরা হচ্ছে। 

৭) হোয়ার মাই গ্র্যান্ডমাদার লিভস (৫১ মিনিটের) : পরিচালক টি.এ. মৌ (বাংলা) - ছবিটিতে একটি গ্রামের শান্তিপূর্ণ পরিবেশ ও তার স্মৃতিকে ঘিরে কয়েকটি মানব চরিত্রের দ্বন্দ্ব ও সংঘাত প্রতিফলিত হয়েছে। একটি পারিবারিক পুকুরের প্রতি তীব্র আকর্ষণ ও অতীত স্মৃতিচারণ এই ছবিটির মধ্যে পরিচালক খুব দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। 

৮) লাদাখ ৪৭০ (৩৮ মিনিটের) : পরিচালক শিবম সিং রাজপুত (হিন্দি / ইংরেজি) - রাজস্থানের আজমেঢ়ের একজন দৌড়বিদ এবং সিয়াচেন বেস ক্যাম্প থেকে কার্গিল পর্যন্ত তাঁর ৪৭০ কিলোমিটার ম্যারাথনের পরিকল্পনাকে ঘিরে ছবিটি নির্মিত। 

৯) দ্য এক্সাইল (হরর ছবি) - (৮২ মিনিটের) :  পরিচালক সম্মান রায় (বাংলা) - বাংলার এক গ্রামের যুবক গৌরাঙ্গ এবং তাঁর সাম্প্রতিক পত্নী বিয়োগের ঘটনাকে ঘরে ছবিটি আবর্তিত হয়েছে। গৌরাঙ্গের পরিবারে কয়েক বছর ধরেই এই ধরণের বিয়গান্তক পরিস্থিতি তৈরি হয়েছে। তাই স্ত্রীর বিয়োগ ব্যথা তাঁর পক্ষে সহ্য করা একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। ১৯৬০-এর দশকের শেষ ভাগের পটভূমিতে এই হরর ছবিটিতে মানব জীবনের ক্ষয়-ক্ষতি, কুসংস্কার, যৌনতা এবং অলৌকিক কিছু কিছু বিষয় স্থান পেয়েছে। 

১০) রিটার্ন অফ দ্য জঙ্গল (অ্যানিমেশন) - (১০৫ মিনিটের) : পরিচালক বৈভব কুমারেশ (হিন্দি) - এই ছবিটি একটি পারিবারিক বিনোদন চিত্র বললে অত্যুক্তি হবে না। এর মধ্যে রয়েছে একধরণের অতীতচারিতা এবং স্মৃতিমেদুরতা। ভারতের বন-জঙ্গল এবং তার পরিবেশ কিভাবে মানুষকে সৃজনশীলতার কাজে অনুপ্রাণিত করে তারই একঝলক দেখা যাবে এই অ্যানিমেশন ফিল্মটিতে। 


PG/SKD/AS


(Release ID: 1976533) Visitor Counter : 130