প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা গেমস্ – এ ক্লাব থ্রো – এফ৫১ – এ ব্রোঞ্জ পদক জেতায় অমিত সারোহা-কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 23 OCT 2023 5:22PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ২৩ অক্টোবর, ২০২৩ 


চীনের হ্যাংঝাউ-তে এশিয়ান প্যারা গেমস্ ২০২২ – এ ক্লাব থ্রো - এফ৫১ বিভাগে ব্রোঞ্জ পদক জেতায় অমিত সারোহা-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “এশিয়ান প্যারা গেমস্ – এ ক্লাব থ্রো-তে (এফ৫১) ব্রোঞ্জ পদক জেতায় অমিত সারোহা-কে অভিনন্দন। তাঁর নিষ্ঠা ও নিরলস পরিশ্রম দেশের জন্য অপরিসীম গর্ব বয়ে এনেছে। তাঁর ব্যতিক্রমী দক্ষতা ও ইচ্ছাশক্তি আরও অনেককে অনুপ্রাণিত করুক”। 

PG/SD/SB


(Release ID: 1970743) Visitor Counter : 89