রাষ্ট্রপতিরসচিবালয়

দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

Posted On: 21 OCT 2023 4:50PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২৩

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি বলেছেন :

“পবিত্র দুর্গাপূজা উপলক্ষে আমি দেশ ও বিদেশে বসবাসরত সকল ভারতীয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

দুর্গাপূজা অশুভর বিরুদ্ধে শুভর জয়, অজ্ঞতার বিরুদ্ধে সচেতনতার জয় এবং অসত্যের বিরুদ্ধে সত্যের জয়ের প্রতীক। মা দুর্গাকে পৃথক পৃথক রূপে আরাধনা করা হয়। তিনি আমাদের বিভেদকামী এবং ধ্বংসাত্মক শক্তির বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগান। 

মা দুর্গা যাতে আমাদের সকলকে নৈতিক পথ অবলম্বন করে চলতে এবং সমাজের উন্নতির জন্য কাজ করার শক্তি যোগান, সেই কামনাই করি। দেশ গড়ার কাজে নারীশক্তি যাতে সমানভাবে এগিয়ে আসতে পারে, তার জন্য মহিলাদের ক্ষমতায়ন প্রয়োজন।

আসুন, আমরা শপথ গ্রহণ করি, সকলের সঙ্গে সুন্দর আচরণ করব এবং  ঐক্য ও সংহতির জন্য দেশকে সেবা করব।”

রাষ্ট্রপতির মূল ভাষণটি পড়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন – 

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/oct/doc20231021263401.pdf 

PG/CB/DM/



(Release ID: 1970357) Visitor Counter : 68