কেন্দ্রীয়মন্ত্রিসভা
ডিজিটাল রূপান্তরের লক্ষ্যে ব্যাপকভাবে প্রযুক্ত ডিজিটাল সলিউশন সম্পর্কে পারস্পরিক আদান-প্রদানের প্রসারে ভারত এবং পাপুয়া নিউ গিনির মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
Posted On:
11 OCT 2023 3:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ডিজিটাল রূপান্তরের লক্ষ্যে ব্যাপকভাবে প্রযুক্ত ডিজিটাল সলিউশন সম্পর্কে পারস্পরিক আদান-প্রদানের প্রসারে ভারত এবং পাপুয়া নিউ গিনির মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে অনুমোদন দিয়েছে। এটি স্বাক্ষরিত হয় ২৮ জুলাই, ২০২৩ তারিখে।
দু’দেশে ডিজিটাল রূপান্তর সংক্রান্ত উদ্যোগ বাস্তবায়নে ডিজিটাল প্রযুক্তি-ভিত্তিক বিভিন্ন পন্থা (যেমন – ইন্ডিয়া স্ট্যাক) সম্পর্কে পারস্পরিক তথ্য আদান-প্রদানে এই চুক্তি গতি আনবে। চুক্তিটির মেয়াদ তিন বছর।
চুক্তিটির আওতায় দু’দেশের সরকারি স্তরে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলির মধ্যেও ডিজিটাল জনপরিকাঠামো ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থানের প্রসারও ঘটবে।
প্রেক্ষাপট:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার প্রশ্নে বিভিন্ন দেশ ও বহুপাক্ষিক সংস্থার সঙ্গে একযোগে কাজ করছে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রক। এই বিষয়টি ডিজিটাল ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া’র মতো ভারত সরকারের বিভিন্ন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিগত কয়েক বছরে ডিজিটাল জনপরিকাঠামো ক্ষেত্রে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে ভারত। কোভিড অতিমারীর সময় এর সুবাদে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
ইন্ডিয়া স্ট্যাক সলিউশন হ’ল – এক ধরনের জনপরিকাঠামো ব্যবস্থাপনা। প্রত্যেকটি দেশেরই অবশ্য নিজস্ব চাহিদা রয়েছে। সেই অনুযায়ী, ডিজিটাল জনপরিকাঠামো গড়ে ওঠা দরকার। তবে, মূল কর্মপন্থাটি একই রকম।
PG/AC/SB
(Release ID: 1966996)
Visitor Counter : 83
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam