বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির অধীনে রাজ্য সক্ষমতা শক্তিশালীকরণ কর্মশালা চালু করলো এনইজিডি

Posted On: 10 OCT 2023 11:02AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ অক্টোবর, ২০২৩


 
বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীন জাতীয় ই-গভর্ন্যান্স বিভাগ দেশজুড়ে রাজ্য সক্ষমতা শক্তিশালীকরণ কর্মশালার ব্যবস্থা করেছে। এই কর্মশালার লক্ষ্য হ’ল – সরকারি পরিষেবার মানোন্নয়নে নতুন প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগানো এবং নীতি ও কৌশল নির্ধারণের ক্ষেত্রে তার প্রয়োগ। 

৯-১২ অক্টোবর মহারাষ্ট্রে প্রথম কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে। এতে মহারাষ্ট্রের বিভিন্ন দপ্তরের ২৮ জনেরও বেশি আধিকারিক যোগ দিয়েছেন। চার দিনের এই কর্মশালায় সরকারি পরিষেবার ক্ষেত্রে নতুন প্রযুক্তির প্রয়োগ নিয়ে আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

এই কর্মশালার উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি অধিকর্তা শ্রীমতী নিমা অরোরা। এনইজিডি এবং ওয়াধওয়ানি ইন্সটিটিউট অফ টেকনোলজি অ্যান্ড পলিসির পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। 

সরকারের বিভিন্ন দপ্তরের কাজে নতুন প্রযুক্তির সঠিক প্রয়োগ নিয়ে এ ধরনের কর্মশালা আধিকারিকদের পক্ষে উপযোগী হবে। 

২০২৩ সালের অগাস্ট মাসে এই ধরনের কর্মশালার সূচনা করা হয়। এর লক্ষ্য হ’ল – সরকার ও শিল্পমহলের মধ্যে অংশীদারিত্বের ভিত মজবুত করা। আগামী দিনগুলিতে কেরল, লাদাখ, তেলেঙ্গানা সহ দেশের বিভিন্ন রাজ্যে এ ধরনের কর্মশালার পরিকল্পনা নেওয়া হয়েছে। 

PG/MP/SB


(Release ID: 1966252) Visitor Counter : 78