মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি

বিহার ও ঝাড়খন্ডে উত্তর কোয়েল জলাধার প্রকল্প বাস্তবায়নে সংশোধিত ব্যয় প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

Posted On: 04 OCT 2023 4:01PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ অক্টোবর, ২০২৩ 


উত্তর কোয়েল জলাধার প্রকল্প বাস্তবায়নে জল শক্তি মন্ত্রকের আওতাধীন জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন দপ্তরের সংশোধিত ব্যয় প্রস্তাবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি অনুমোদন দিয়েছে। ২০১৭’র অগাস্ট মাসে মোট ১ হাজার ৬২২ কোটি ২৭ লক্ষ টাকার এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের ব্যয় বরাদ্দ ছিল ১ হাজার ৩৭৮ কোটি ৬০ লক্ষ টাকা। বর্তমানে এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ২ হাজার ৪৩০ কোটি ৭৬ লক্ষ টাকা। কেন্দ্রীয় সরকার এই প্রকল্প বাস্তবায়নে ১ হাজার ৮৩৬ কোটি ৪১ লক্ষ টাকা ব্যয় করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঝাড়খন্ড ও বিহারে খরাপ্রবণ ৪টি জেলায় অতিরিক্ত ৪২ হাজার ৩০১ হেক্টর জমিতে সেচের ব্যবস্থা করা যাবে। 
বিহার ও ঝাড়খন্ডে উত্তর কোয়েল জলাধার প্রকল্পটি গড়ে উঠছে। প্রকল্পের আওতায় ঝাড়খন্ডের লাতেহার জেলার কুটকু গ্রামের কাছে উত্তর কোয়েল নদীতে একটি জলাধার, পালামৌ জেলার মহম্মদগঞ্জে একটি ব্যারেজ ছাড়াও দুটি প্রধান খাল খনন করার পরিকল্পনা করা হয়। ১৯৭২ সালে বিহার সরকার এই প্রকল্পের পরিকল্পনা করে এবং রাজ্য সরকার নিজ অর্থে তা বাস্তবায়নে উদ্যোগী হয়। বেতলা জাতীয় উদ্যান এবং পালামু ব্যাঘ্র প্রকল্পের উপর এই জলাধার বিরূপ প্রভাব ফেলতে পারে – এই আশঙ্কায় ১৯৯৩ সালে প্রকল্পটির কাজ বন্ধ করে দেওয়া হয়। সেই সময় এই প্রকল্প থেকে ৭১ হাজার ৭২০ হেক্টর জমিতে সেচের জল সরবরাহ করা হ’ত। ২০০০ সালের নভেম্বর মাসে বিহার রাজ্য বিভাজিত হয়ে নতুন ঝাড়খন্ড রাজ্য তৈরি হয়। ফলস্বরূপ, এই প্রকল্পের জলাধার এবং ব্যারেজ ঝাড়খন্ডের মধ্যে পড়ে। মহম্মদগঞ্জ ব্যারেজ থেকে বাম দিকের প্রধান খালটি ঝাড়খন্ডে পড়ে। কিন্তু, ডান দিকে ১১০.৪৪ কিলোমিটার দীর্ঘ খালের প্রথম ৩১.৪ কিলোমিটার ঝাড়খন্ডের অন্তর্ভুক্ত হলেও বাকিটা বিহারের মধ্যে পড়ে। ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার উত্তর কোয়েল জলাধার প্রকল্পের বাকি কাজ সম্পন্ন করতে উদ্যোগী হয়। এক্ষেত্রে পালামু ব্যাঘ্র প্রকল্পের যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০১৭ সালের অগাস্ট মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্প রূপায়ণে ১ হাজার ৬২২ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন করে। 
পরবর্তীতে, বিহার ও ঝাড়খন্ড রাজ্য সরকারের কিছু প্রস্তাব বিবেচনা করা হয়। এই প্রস্তাব অনুযায়ী ডান ও বাম দিকের খালগুলি খনন কাজে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও, এই প্রকল্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তার কারণেও প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়। 

PG/CB/SB



(Release ID: 1964251) Visitor Counter : 95