জলশক্তি মন্ত্রক

‘স্বচ্ছতা হি সেবা অভিযান’ ‘জন-আন্দোলন’-এর রূপ নিয়েছে

Posted On: 29 SEP 2023 12:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর ২০২৩

 


‘বর্জ্যমুক্ত ভারত’ নামে ‘স্বচ্ছতা হি সেবা অভিযান’ দেশজুড়ে গত ১৫ দিন ধরে উদযাপিত হচ্ছে। পরিচ্ছন্নতা গড়ে তোলাই হল এর মূল প্রতিপাদ্য বিষয়। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছতা অভিযানের ডাকে সাড়া দিয়ে এ পর্যন্ত প্রায় ৩২ কোটি মানুষ দেশব্যাপী এই অভিযানে যোগ দিয়েছেন। প্রতিদিন গড়ে ২ কোটি ৩০ লক্ষ মানুষ এতে অংশ নেন। এর মধ্য দিয়ে দেশের ঐক্য ও সঙ্কল্পবোধ প্রতিভাত হচ্ছে। এই জন-আন্দোলন নানাভাবে ফলদায়ক হয়েছে। দেশের ৭৫ শতাংশ গ্রাম উন্মুক্ত স্থানে শৌচমুক্ত গ্রাম হিসেবে চিহ্নিত হয়েছে বলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানিয়েছেন। তার পাশাপাশি কঠিন ও তরল বর্জ্য নিষ্কাষণের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির প্রতি সরকারের অবিচল সঙ্কল্প ফুটে ওঠে।

যে ৩২ কোটি মানুষ গত ১৪ দিনে এই অভিযানে অংশ নিয়েছেন তাঁদের মধ্যে প্রায় ১৫ কোটি মানুষ শ্রমদানে অংশ নেন। ৫,৩০০ সমুদ্র সৈকত, ৪,৩০০ নদীর পাড় এবং জলখাতের পুনরুন্নয়ন ইত্যাদি এই কর্মসূচির আওতায় আনা হয়। এই প্রচুর সংখ্যক মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে জন-আন্দোলনের যে শক্তি তা প্রকাশ পাচ্ছে এবং দ্রুত সামাজিক রূপান্তর ঘটাচ্ছে।

১৫ দিনব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানের চূড়ান্ত রূপ প্রকাশ পাবে পয়লা অক্টোবর। ‘এক তারিখ, এক ঘন্টা, এক সাথ’ অর্থাৎ, সকাল ১০টার সময় ১ ঘন্টার জন্য পরিচ্ছন্নতার উদ্দেশ্যে স্বেচ্ছা শ্রমদান দেশজুড়ে বিভিন্ন স্থানে উদযাপিত হবে। সমাজের সমস্ত স্তরে পরিচ্ছন্নতার গুরুত্বকে তুলে ধরতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘মন কি বাত’-এর ১০৫তম অধ্যায়ে সমস্ত নাগরিকের কাছে পয়লা অক্টোবর সকাল ১০টার সময় ১ ঘন্টা স্বেচ্ছা শ্রমদানের আহ্বান জানিয়েছেন। গান্ধী জয়ন্তীর প্রাক্কালে ‘বাপু’র প্রতি ‘স্বচ্ছাঞ্জলি’ প্রদর্শনে নাগরিকদের যৌথভাবে সামিল হতে বলেন তিনি।

সরকারের বিভিন্ন দপ্তর স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিচ্ছে। পর্যটন মন্ত্রক ১০৮টি স্থানে পরিচ্ছন্নতা অভিযানের অঙ্গ হিসেবে পরিচ্ছন্নতার জন্য জীবনশৈলী (LiFE) সংক্রান্ত ভ্রমণ কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক দেশজুড়ে সমস্ত সিনেমা হল-এ পরিচ্ছন্নতার ওপর ভিডিও প্রদর্শন সুনিশ্চিত করেছে।

এই পরিচ্ছন্নতা অভিযানের আরও একটি উল্লেখযোগ্য দিক হল সাফাই কর্মীদের জন্য কল্যাণমূলক কাজের উদ্যোগ। তাঁদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির, যোগ শিবির ইত্যাদির আয়োজন করা হয়। বহু সংখ্যক মহিলা একটি গ্রামকে বেছে নিয়ে সেখানে স্বেচ্ছায় শ্রমদান করছেন। স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মধ্যেও এই অভিযান ব্যাপক সাড়া ফেলেছে।

জন-কর্মসূচির অঙ্গ হিসেবে স্বচ্ছতা শপথ, স্বচ্ছতা দৌড়, মানবশৃঙ্খল, অফিস ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন এবং বর্জ্যকে শূন্যে নামিয়ে নিয়ে আসার জন্য শপথ নেওয়া যার মধ্য দিয়ে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়।

‘স্বচ্ছতা হি সেবা, ২০২৩’ অভিযানে স্বেচ্ছা শ্রমদান এবং জনসাধারণের অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের একতা ফুটে উঠেছে। ব্যক্তি, সম্প্রদায় এবং সরকারি সংস্থার এক যৌথ অংশগ্রহণের মধ্য দিয়ে ‘স্বচ্ছ ভারত মিশন’ এক সফল এবং কার্যকরী ব্যবস্থা হিসেবে প্রকাশ পেয়েছে।
 
PG/AB/DM



(Release ID: 1962018) Visitor Counter : 165