প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী ২৬ সেপ্টেম্বর রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংগঠনের জন্য ৫১ হাজার চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন

কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার যে অঙ্গীকার প্রধানমন্ত্রী করেছিলেন, রোজগার মেলার মাধ্যমে তা বাস্তবায়িত হচ্ছে
কর্মযোগী প্রারম্ভের মাধ্যমে সদ্য নিযুক্ত কর্মীরা অনলাইনে নিজেদের প্রশিক্ষিত করবেন

Posted On: 25 SEP 2023 2:55PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৬ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংগঠনের জন্য ৫১ হাজার চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সদ্য নিযুক্তদের উদ্দেশে বক্তব্য রাখবেন। 
দেশ জুড়ে ৪৬টি জায়গায় রোজগার মেলার আয়োজন করা হবে। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তর এবং রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন নিয়োগ সংক্রান্ত এই উদ্যোগে সামিল হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নবনিযুক্ত এইসব কর্মীরা ডাক, ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস্, পারমাণবিক শক্তি, রাজস্ব এবং উচ্চ শিক্ষা দপ্তরে ও প্রতিরক্ষা সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে যোগ দেবেন। 
কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার যে অঙ্গীকার প্রধানমন্ত্রী করেছিলেন, রোজগার মেলার মাধ্যমে তা বাস্তবায়িত হচ্ছে। রোজগার মেলা কর্মসংস্থান সৃষ্টিতে অনুঘটকের কাজ করছে। এর মাধ্যমে দেশের যুবক-যুবতীদের ক্ষমতায়ন নিশ্চিত হওয়ার পাশাপাশি, তাঁরা জাতীয় উন্নয়নের অংশীদার হচ্ছেন।
কর্মযোগী প্রারম্ভের মাধ্যমে সদ্য নিযুক্ত কর্মীরা অনলাইনে নিজেদের প্রশিক্ষিত করবেন। এই পোর্টালে ৬৮০টিরও বেশি পাঠক্রম রয়েছে। অনলাইন মারফৎ এই প্রশিক্ষণ পাওয়া যাবে। 

PG/CB/SB



(Release ID: 1960703) Visitor Counter : 125