প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

রাজস্থানের ভরতপুরে পথ দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন অর্থ সহায়তা

Posted On: 13 SEP 2023 1:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের ভরতপুরে পথ দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকজ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে অর্থ সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক ট্যুইট বার্তায় বলা হয়েছে:

 “রাজস্থানের ভরতপুরের পথ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। গুজরাতে ধর্মীয় যাত্রায় অংশ নিতে গিয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার-পরিজনদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। এই দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি।

“ভরতপুরে দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে তাঁদের নিকটাত্মীয়র জন্য এককালীন ২ লক্ষ টাকা করে অর্থ সহায়তা মঞ্জুর করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।"

 

AC/MP/SB


(Release ID: 1956968)