প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

উত্তরপ্রদেশের ঝাঁসিতে জল সংরক্ষণের ফলে ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধির উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর

प्रविष्टि तिथि: 05 SEP 2023 8:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের ঝাঁসিতে জল সংরক্ষণের উদ্যোগে সকলের অংশগ্রহণের প্রশংসা করেছেন। এর ফলে ঐ অঞ্চলের ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধি পেয়েছে। এই মহতী উদ্যোগের সঙ্গে যাঁরা যুক্ত, শ্রী মোদী তাঁদের প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন।

ঝাঁসির সাংসদ এক্স পোস্টে জানিয়েছেন, ঐ অঞ্চলের বিলুপ্ত হয়ে যাওয়া বিভিন্ন নদীর  প্রাণসঞ্চার কিভাবে হয়েছে এবং তাঁর লোকসভা কেন্দ্রে বিভিন্ন স্থানে অমৃত সরোবর খনন করা হচ্ছে। এই পোস্টের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন :

“উত্তরপ্রদেশের ঝাঁসিতে জল সংরক্ষণ এবং ভূগর্ভস্ত জলস্তর বৃদ্ধির জন্য সকলের অংশগ্রহণের উদ্যোগটি অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এই উদ্যোগ সারা দেশকে পথ দেখাবে। এই মহতী উদ্যোগের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের প্রত্যেককে অভিনন্দন জানাই।”

AC/CB/DM


(रिलीज़ आईडी: 1955156) आगंतुक पटल : 144
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam